বিজ্ঞাপন

‘মাদক সমস্যার সমাধান করবে যোগব্যায়াম’

June 21, 2018 | 11:18 am

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যোগব্যায়াম আমাদের তরুণদের ভালো কাজে উদ্বুদ্ধ করবে, মাদকের প্রভাব থেকে দূরে রাখবে।’ বৃহস্পতিবার (২১ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘আন্তর্জাতিক যোগ দিবস-২০১৮’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী জানান, ২১ আগস্টের বোমা হামলায় তার শরীরের নানা অংশ আহত হয়। এর ফলে তিনি চাইলেই যোগব্যায়ামের আসন করতে পারেন না। তবে যোগব্যায়ামের সুফল সম্পর্কে তিনি জানেন এবং সবাইকে যোগব্যায়াম করতে পরামর্শ দেন।

বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও বার্তার মাধ্যমে উদ্বোধন হয় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনুষ্ঠান উপলক্ষে বার্তা পাঠান।

বিজ্ঞাপন

‘সামঞ্জস্য ও শান্তির জন্য যোগ’ স্লোগানকে সামনে রেখে ভারতীয় দূতাবাসের আয়োজনে সকাল সাতটায় শুরু হয় এ অনুষ্ঠান। পাঁচ হাজারেরও বেশি মানুষ এতে যোগ দেন। যারা অংশ নেননি তারা গ্যালারিতে বসে যোগব্যায়ামের কলাকৌশল উপভোগ করেন।

চতুর্থবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংস্থা, যোগ সংস্থা, স্কুল শিক্ষার্থী, বুদ্ধি প্রতিবন্ধী শিশু, ঢাকা ও ঢাকার বাইরের কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ স্কাউটস আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশগ্রহণ করে। স্টেডিয়ামে প্রবেশের প্রতিটি গেটেই ছিল দীর্ঘ লাইন। ভেতরে জায়গা না পেয়ে অনেককে ফিরে যেতেও দেখা যায়।

এই অনুষ্ঠানে অনেকেই অটিজমে আক্রান্ত অথবা শারীরিক প্রতিবন্ধী শিশুদের নিয়ে আসেন। একজন অটেস্টিক শিশুর মা আতিয়া খানম বলেন, ‘১৫ মাস বয়সে আমার ছেলের অটিজম ধরা পরে। ওর শরীরের উপর নিজের নিয়ন্ত্রণ পেতে এবং ওকে মানসিক শান্তিতে রাখতে যোগব্যায়াম খুব ভালো কাজ করছে। এখন সে নিজেই অনেকটা করতে পারে।’

বিজ্ঞাপন

ধানমণ্ডি থেকে এসেছিলেন সপ্তর্ষী প্রকাশ ও তার মা। তারা যোগব্যায়ামে অংশ নেন। সপ্তর্ষীর মা জানান, তার আগে ঘুমের সমস্যা ছিল। পায়ে ব্যাথাও ছিল। যোগব্যায়ামের ফলে তিনি এখন সুস্থ আছেন।

সপ্তর্ষী এই প্রথমবারের মতো যোগ ব্যায়ামে অংশ নিলো। সে জানায়, প্রথম একটু ভয় লেগেছিল, কিছু ব্যায়াম আয়ত্বে আনতে বেগ পেতে হচ্ছে তারপরেও তার ভালো অনুভব হচ্ছে।

অনুষ্ঠানের শেষে একটি লাকি ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ীরা পুরস্কার হিসেবে একটি টাটা টিয়াগো গাড়ি, একটি বাজাজ মোটরসাইকেল, ভারতে ভ্রমণ প্যাকেজ, দু’জনের দিল্লী ট্রিপ এবং ঢাকায় পাঁচ তারকা হোটেলে দু’জনের থাকার সুযোগ পাবেন। প্রথম পুরস্কার টাটা টিয়াগো গাড়ি বিজয়ী হন মো. খায়রুল হাসান খান। রাজশাহী ও চট্টগ্রামের সহকারী হাই কমিশনের উদ্যোগেও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন যোগ সংস্থা ও প্রতিষ্ঠান বৃহস্পতিবার আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করতে আলাদা অনুষ্ঠানের আয়োজন করেছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘ আন্তর্জাতিক যোগ দিবসের ঘোষণা দেয়। সেই থেকে ভারতের প্রস্তাবে ১৭৫টি দেশে প্রতি বছর এ দিবস পালন করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএ/এমএইচ/এমও/জেএএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন