বিজ্ঞাপন

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে সংস্থাসমূহের এপিএ সই

June 21, 2018 | 11:41 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, দক্ষতা ও যোগ্যতার সঙ্গে কার্য সম্পাদনের পাশাপাশি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (২১ জুন) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের অধীন সংস্থাসমূহের সঙ্গে এপিএ (অ্যানুয়েল পারফরমেন্স অ্যাগিম্যান্ট) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এসবের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে কারণ জনগণের কল্যাণের জন্যই জনপ্রশাসন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিমান ও পর্যটন সচিবের সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করেন সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এম নাইম হাসান, বাংলাদেশ বিমানের এমডি মোসাদ্দিক আহমেদ, হোটেল ইন্টারন্যাশনাল লি. এর এমডি আলমগীর হোসেন, বাংলাদেশ সার্ভিস লি. এর এমডি লুৎফর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজজামান খান কবির ও বাংলাদেশের ট্যুরিজম বোর্ডের পরিচালক ওয়াহিদুজ্জামান।

সারাবাংলা/জেএ/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন