বিজ্ঞাপন

গাজীপুরে বিজিবির টহল শুরু

June 24, 2018 | 11:07 am

।। আসাদ জামান, স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

গাজীপর থেকে: নির্বাচন সামনে রেখে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) টহল শুরু করেছে।

ভোট গ্রহণের একদিন আগে রোববার (২৪ জুন) সকালে গাজীপুর সিটিতে বিজিবি মোতায়েন করা হয়।

সকাল ১১টায় টঙ্গী মাদ্রাসা রোডে বিজিবির টহল দেখা যায়। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ মূল সড়কে টহল দিচ্ছে বিজিবি।

বিজ্ঞাপন

এদিকে, বিজিবি মোতায়েনে গাজীপুর সিটি করপোরেশনে ভোটার এবং সাধারণ মানুষ স্বস্তিবোধ করছেন। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ এবং উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় পুলিশের পাশাপাশি বিজিবিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন স্থানীয়রা।

টঙ্গী আউজপাড়া এলাকার বাসিন্দা ইদ্রিস আলী বলেন, “নির্বাচন মানেই তো সংঘাত সংঘর্ষ। সেক্ষেত্রে আগে-ভাগে বিজিবি মোতায়েন করায় আমরা স্বস্তিবোধ করছি।”

অবশ্য বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার সারাবাংলাকে বলেন, “বিজিবির কাছ থেকে বাড়তি কিছু প্রত্যাশা করি না। কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন না করে অর্পিত দায়িত্ব পালন করলেই আমরা খুশি।

বিজ্ঞাপন

এদিকে, বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা সারাবাংলাকে জানিয়েছেন, গাজীপুর সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগামী ২৭ জুন পর্যন্ত তারা মাঠে থাকবে।

সারাবাংলা/এজেড/জেএএম

আরও পড়ুন

মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ হাজার সদস্য

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন