বিজ্ঞাপন

‘নির্বাচন অবাধ করতে ইসি ভূমিকা রাখবে বিশ্বাস সরকারের’   

June 24, 2018 | 2:12 pm

।।  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

গাজীপুর: গাজীপুর সিটি নির্বাচন অবাধ-শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন (ইসি) ভূমিকা রাখবে সরকার এটাই আশা ও বিশ্বাস করে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২৪ জুন) সকালে গাজীপুরের সফিপুরের আনসার ভিডিপি একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘গাজীপুর সিটিতে ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবে, এতে সরকারের কোনো পরামর্শ নেই।’

বিজ্ঞাপন

এসময় মন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, ‘জাতীয় নির্বাচনে আনসার বাহিনীর সদস্যরা সব ‍সময় দায়িত্ব পালন করে। আগামী জাতীয় নির্বাচনেও তাদের ওপর অর্পিত দায়িত্ব তারা ‍সঠিকভাবে পালন করবে।’

আনসার ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুটেন্ট/সহকারী সার্কেল অ্যাডজুটেন্ট/উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পদে নব নিযুক্ত ১৯১ জনের ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নুরুল আলম ও একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট সাইফুদ্দিন মোহাম্মদ খালেদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন