বিজ্ঞাপন

‘গাজীপুরে ভোট ডাকাতির সব প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও ইসি’

June 25, 2018 | 2:29 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট ডাকাতি করতে প্রশাসন ও ইসি সকল প্রস্তুতি নিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

সোমবার (২৫ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

‘সিটি নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোন মেসেজ নেই’— স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘গাজীপুর সিটি কর্পোরেশনের সর্বত্র সরকারের মেসেজ প্রতিপালিত হচ্ছে অক্ষরে অক্ষরে।’

বিজ্ঞাপন

‘ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরির কাজ খুব সুচারুভাবেই চালিয়ে যাচ্ছে পুলিশ’— এমন অভিযোগ করে তিনি বলেন, ‘গণহারে গ্রেফতার, বাসায় বাসায় তল্লাশী, বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে আটক, নতুন করে মিথ্যা মামলায় হয়রানি, দেশের বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা ডিবি পুলিশের হানাদারী আগ্রাসন, সরকারি দলের মেয়র, মন্ত্রী ও নেতাদের নির্বাচনী আচরণবিধি ভঙ্গসহ নৌকা প্রতীকের প্রার্থীর পুলিশের গাড়ীতে করে প্রচারাভিযান ঘটনায় সরকারের মেসেজটা কী— তা গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটারদের বুঝতে বাকি নেই।’

‘গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে খুলনার পূণরাবৃত্তি ঘটবে না’— প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্য’র প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘তার মানে খুলনায় নির্বাচন নিয়ে ব্যাপক কারচুপি ও ভোট সন্ত্রাসের যে অভিযোগ করা হয়েছে তার বক্তব্যে সেটিই প্রমানিত হলো।’

‘এই ভোট কারচুপি ও অনিয়ম কমিশন ঠেকাতে পারেনি। শুধু খুলনা মার্কা নয়, গাজীপুরে ভোট ডাকাতির সর্বোচ্চ রেকর্ড গড়তে প্রস্তুতি নিয়ে রেখেছে ইসি ও প্রশাসনের কর্মকর্তারা। আগামীকাল (২৬ জুন) গাজীপুর সিটি কর্পোরেশনে যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে জনগণ অবাধে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে— এমন কোন পরিবেশ এখনও দৃশ্যমান নয়’’— বলেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জনগণের মধ্যে ভোট নিয়ে উদ্বেগ ও আশঙ্কা আরও গভীরতর হচ্ছে। গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত যতটুকু খবর আমাদের নিকট এসেছে, তাতে গাজীপুরে বাছাই করে করে দলবাজ পুলিশ কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়েছে।’

এরইমধ্যে দেড় শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।

দ্রুত সবার মুক্তি দাবি করে তিনি বলেন,  ‘এরপরও আমাদের বিশ্বাস সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে ভোটারেরা ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন। ভোট যদি কিছুটা সুষ্ঠূ ও অবাধ হয়, তাহলে ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না।’

সারাবাংলা/এএসও/এজেড/জেএএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন