বিজ্ঞাপন

নারী ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

June 25, 2018 | 3:00 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৫ জুন) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অভিনন্দন জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বলেন, গত ১০ জুন মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারতের নারী ক্রিকেট দলকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বড় কোনো আসরে এই প্রথমবারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় মন্ত্রিসভা নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে।

মন্ত্রিসভার একই বৈঠকে সড়ক দুর্ঘটনা কমাতে দূরপাল্লার বাসে চালকদের একটানা পাঁচ ঘণ্টার বেশি না চালানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেক্ষেত্রে দূরপাল্লার প্রতিটি বাসে বিকল্প চালক রাখার নির্দেশনা দেন তিনি।

বিজ্ঞাপন

এ ছাড়া, ‘সার ব্যবস্থাপনা সংশোধন আইন ২০১৮’-এর খসড়ারও অনুমোদন দেওয়া হয় এই বৈঠকে। সংশোধিত আইনের খসড়ায় বলা হয়েছে, লাইসেন্স ছাড়া সার ব্যবসা করলে সর্বোচ্চ ২ বছরের জেল ও ৫ লাখ টাকা জরিমানা করা হবে।

সারাবাংলা/এইচএ/টিআর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন