বিজ্ঞাপন

‘জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, শেষ পর্যন্ত লড়বো’

June 26, 2018 | 8:55 am

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

গাজীপুর থেকে: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার বলেছেন, ‘১০টি কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। সাদা পোশাকে পুলিশ আমার পোলিং এজেন্ট ও কর্মীদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। তারপরও আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। নির্বাচনে শেষ পর্যন্ত লড়বো।’

মঙ্গলবার (২৬ জুন) সকাল ৮টা ১০ মিনিটে টঙ্গীর ৫৪নং ওয়ার্ডের বশিরউদ্দিন উদায়ন একাডেমি কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের কাজ প্রশ্নবিদ্ধ উল্লেখ করে বিএনপির এ প্রার্থী বলেন, ‘সব রকমের প্রতিকার তো আমি কমিশনের কাছেই চাই। ৫৭টি ওয়ার্ডের জন্য ৫৭ জন সহকারী রিটানিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। প্রতি তিনজনের জন্য একটা গাড়ি দেওয়া হয়েছে। কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। ফোনে যোগোযোগ করেও কাউকে পাওয়া যাচ্ছে না । এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন আশা করি কী করে। তারপরও ভোটারদের সাথে স্থানীয়দের সাথে শেষ পর্যন্ত মাঠে থাকবে।’

বিজ্ঞাপন

বিজয়ের অপেক্ষায় রয়েছেন গাজীপুরবাসী। আশা করি বিপুল ভোটে ধানের শীষ প্রতীক জয়ী হবে, উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এটা তো স্থানীয় একটি ছোট নির্বাচন, সামনে জাতীয় নির্বাচন। এই পরীক্ষায় ফেল করলে ইসি পাশ করবে কিভাবে। আমি সারাদিন মাঠে থাকবো, শেষ পর্যন্ত দেখবো। তারপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।’

গাজীপুর সিটি করপোরেশনের ১৯টি সংরক্ষিত নারী ও ৫৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১লাখ ৩৭হাজার ৭৩৬ জন। এর মধ্যে ৫লাখ ৬৯হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী ভোটার।

গত ১৫ মে খুলনা সিটির সঙ্গে গাজীপুর সিটির ভোট হওয়ার কথা থাকলেও মাঝপথে এসে আইনি জটিলতায় আটকে যায়। জটিলতা কেটে গেলে নির্বাচন কমিশন পুনরায় ২৬ জুন ভোটের সময় নির্ধারণ করে। গত ১৮ জুন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন: নিজ কেন্দ্রে ভোট দিলেন হাসান উদ্দিন সরকার

সারাবাংলা/এমএইচ/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন