বিজ্ঞাপন

শান্তিপূর্ণ নির্বাচন: ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩০ শতাংশ

June 26, 2018 | 12:14 pm

।।স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

গাজীপুর থেকে: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রথম চার ঘণ্টায় ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে ধারণা করছেন ভোটকেন্দ্রগুলোর প্রিজাইডিং কর্মকর্তারা। এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাও বলছেন, ভোট পড়ার হার ‘সন্তোষজনক’। ভোটারের উপস্থিতি ‘ভালো’ থাকায় দিনশেষে ভোট পড়ার হারও বাড়বে।

গাজীপুর সিটির ১৫ থেকে ১৬টি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তেমন কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে একটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় সাময়িক ভোটগ্রহণ স্থগিত করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৫৭টি ওয়ার্ডের ৪২৫টি ভোটকেন্দ্রের ২ হাজার ৭৬১টি কক্ষে ভোটগ্রহণ হবে। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। নারী-পুরুষ সবার মধ্যেই এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিজ্ঞাপন

গাজীপুর সিটি করপোরেশনের ১৯টি সংরক্ষিত নারী ও ৫৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১লাখ ৩৭হাজার ৭৩৬ জন। এর মধ্যে ৫লাখ ৬৯হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী ভোটার।

গত ১৫ মে খুলনা সিটির সঙ্গে গাজীপুর সিটির ভোট হওয়ার কথা থাকলেও মাঝপথে এসে আইনি জটিলতায় আটকে যায়। জটিলতা কেটে গেলে নির্বাচন কমিশন পুনরায় ২৬ জুন ভোটের সময় নির্ধারণ করে। গত ১৮ জুন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/জিএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন