বিজ্ঞাপন

দুই কাউন্সিলর প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

June 26, 2018 | 2:15 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

গাজীপুর থেকে: গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে ২৬নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর নেতাকর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই প্রার্থী হলেন- বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী যুবদলের সভাপতি হান্নান মিয়া হান্নু ও আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী আবদুল করিম মিন্টু।

মঙ্গলবার (২৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাউন্সিলর প্রার্থী আবদুল করিম মিন্টুর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে তার কয়েকজন সমর্থককে মারধর করেন হান্নু মিয়ার সমর্থকরা। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই রেশ ধরে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠের ভোট কেন্দ্রের গেটে এসে বিক্ষোভ করতে থাকে হান্নুর কর্মী সমর্থকরা।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্টাইকিং ফোর্স এসে হান্নুর নেতাকর্মীদের লাঠিপেঠা করে সরিয়ে দেয় এবং তার কেন্দ্রের সামনে নির্বাচনী ক্যাম্প ভেঙে দেশ। এর কিছুক্ষণ পর আবদুল করিম মিন্টুর নির্বাচনী ক্যাম্পও ভেঙে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

তবে সকাল থেকে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মাঝেও নির্বাচন সংশ্লিষ্টরা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চালু রেখেছেন।

আরও পড়ুন: ‘সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে বিএন‌পি’

সারাবাংলা/এনআর/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন