বিজ্ঞাপন

গাজীপুর সিটি নির্বাচন: সংঘর্ষে কাউন্সিলর প্রার্থীসহ আহত ২

June 26, 2018 | 4:29 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহ প্রার্থীর মধ্যে সংঘর্ষে আলহাজ্ব মো. জিল্লুর রহমান মুকুল (৪০) নামের কাউন্সিলর প্রার্থী আহত হয়েছেন। তিনি আওয়ামী লীগ থেকে ওই ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন। পাশের ৩৬ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নাহিদুল ইসলাম নাহিদ (২০) আহত হয়েছে।

মঙ্গলবার (২৬ জুন) দুপুর ৩টার দিকে চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

আহত জিল্লুর রহমান মুকুলের সমর্থক হাজী মুসা জানান, মঙ্গলবার দুপুরে ৩৮ নম্বর ওয়ার্ডের বাদশা মন্ডল অগ্রণী বিদ্যালয় কেন্দ্রে বিদ্রোহী প্রার্থী হাজী মনিরুজ্জামান মনিরের সমর্থকরা কেন্দ্রের ভিতর জিল্লুর রহমান মুকুলের সমর্থকদের উপর হামলা করে। এতে মুকুল আহত হয়।

বিজ্ঞাপন

এদিকে ৩৬ নম্বর ওয়ার্ডের গাছা হাইস্কুল কেন্দ্রে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে লাঠির আঘাতে আহত হয় নাহিদ। সে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিইউট এর ছাত্র।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, আহত জিল্লুর রহমান মুকুল ও এক সমর্থক নাহিদকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে অবস্থা গুরুতর নয় বলে জানান তিনি।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন