বিজ্ঞাপন

৯টি কেন্দ্র ছাড়া নির্বাচন অবাধ-সুষ্ঠু হয়েছে: ইসি সচিব

June 26, 2018 | 6:38 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্থগিত হওয়া ৯টি কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশন সারাদিন বিভিন্ন মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করেছে। কোথাও কোনো অনিয়ম বরদাস্ত করা হয়নি।

মঙ্গলবার (২৬ জুন) বিকেল পৌনে ৬টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, যেসব কেন্দ্রে অভিযোগের অনিয়ম পাওয়া গেছে, সঙ্গে সঙ্গে সেসব কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটগ্রহণের তারিখ দ্রুত জানানো হবে।

এ সময় সাংবাদিকরা ইসি সচিবকে প্রশ্ন করতে চাইলেও নিজের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দ্রুত তিনি সম্মেলন থেকে চলে যান।

সারাবাংলা/এমএস/টিএম/টিআর

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন