বিজ্ঞাপন

‘একটানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না’

June 25, 2018 | 1:26 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: সড়ক দুর্ঘটনা কমাতে দূরপাল্লার বাসে চালকদের একটানা পাঁচ ঘণ্টার বেশি না চালানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেক্ষেত্রে দূরপাল্লার প্রতিটি বাসে বিকল্প চালক রাখতে বলা হয়েছে। একইসাথে চালক ও হেলপারদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

সোমবার ( ২৫ জুন) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব নির্দেশনা দেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সড়ক দুর্ঘটনা কমাতে প্রধানমন্ত্রীর পাঁচ দফা নির্দেশনার বিষয়টি জানান।

তিনি বলেন, সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। এতে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে, ড্রাইভার-হেলপারের প্রশিক্ষণের ব্যবস্থা করা, দূরপাল্লার বাসে কোনো চালক ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না, বিকল্প ড্রাইভারের ব্যবস্থা ও বিশ্রামের ব্যবস্থা করা, সড়কে সিগন্যাল মেনে চলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাস্তা পারাপারে সাবধানতা অবলম্বন, চালক ও যাত্রীদের সিটবেল্ট ব্যবহার করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এ নির্দেশনাগুলো বাস্তবায়নেরর জন্য তদারকি করতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং নৌমন্ত্রী শাহজাহান খানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনাগুলো বাস্তবায়নের তদারকি করবেন এই তিন মন্ত্রী।

আরও পড়ুন-

১০ জেলায় সড়ক দুর্ঘটনায় গেল ৩৭ প্রাণ

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচএ/জেডএফ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন