বিজ্ঞাপন

কোটা সংস্কারের প্রজ্ঞাপন দাবিতে ফের শাহবাগ অবরোধ

May 14, 2018 | 1:30 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: কোটা সংস্কার নিয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে ফের রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের প্রথম দিনেই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে এসে রাস্তায় অবস্থান নেন। গত ৮ এপ্রিলও শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন।

সোমবার (১৪ মে) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় বন্ধ করে দেন। এতে সব গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করব।’

আরেক নেতা নুরুল হক নুরু বলেন, ‘রোববার বিকেলের ৫টার মধ্যে প্রজ্ঞাপন জারি করার সময় বেঁধে দেয়া হয়। কিন্তু আমাদের দাবি অনুযায়ী প্রজ্ঞাপন আসেনি। তাই সোমবার সারাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মঘট শুরু হয়েচে। এই আন্দোলন সারা দেশের শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করছি।’

এর আগে সকাল থেকেই কোটা সংস্কারের দবিতে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন। সকাল থেকে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের গেট বন্ধ করে দেয়। পরে তারা মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে শাহবাগে অবস্থান নেয়। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের দেখা যায়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গত ৮ এপ্রিল রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছিলেন আন্দোলনকারীরা। তখন পুলিশের কাঁদুনে গ্যাস, জলকামান ও রাবার বুলেট ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পরে। এরপর প্রধানমন্ত্রী কোটা বাতিল করা হবে বলে ঘোষণা দিলেও প্রজ্ঞাপন জারি করা হয়নি। যে কারণে ফের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

সারাবাংলা/টিআর/এমও

আরও পড়ুন: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন