বিজ্ঞাপন

কোটা সংস্কারের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন

May 14, 2018 | 5:41 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: কোটা সংস্কারের বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, কেবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- কোটা সংস্কার নিয়ে কারও চিন্তা করার কারণ নেই। আমি নিজেই ব্যাপারটি দেখছি।

সোমবার (১৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলানগরে তার কার্যালয়ে তাৎক্ষণিক এক ব্রিফিং পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কোটা সংস্কার হবে, পাশাপাশি এই আন্দোলনে জড়িত ছাত্র না যারা- তাদের বিচারও করা হবে। খতিয়ে দেখা হচ্ছে, এই আন্দোলনের কারণ কী।

আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে। যদিও বাজেটে লক্ষ্য মাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৮ শতাংশ। তাছাড়া আগামী অর্থবছরের পর ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার হবে আড়াই লাখ কোটি টাকা। কেননা ওই অর্থবছরে পদ্মা সেতু, মেট্রোরেল, মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রসহ মেগা প্রকল্পগুলোর কাজ অনেক দূর এগিয়ে যাবে। তবে ২০২০-২১ অর্থবছর থেকে এডিপির আকার কমতে শুরু করবে। কেননা তখন বড় প্রকল্প আর তেমন থাকবে না। শুধু রক্ষণাবেক্ষণখাতে বরাদ্দ রাখতে হবে, বলেন মন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন