বিজ্ঞাপন

ক্রিকেটে মেয়েরা বোধ হয় একটু বেশি ভালো করছে: প্রধানমন্ত্রী

July 24, 2018 | 3:20 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকাক্রিকেটে ছেলেরা যা না পারে, মেয়েরা বোধহয় তার চেয়ে একটু ভালো করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে তিন দিনের ডিসি (জেলা প্রশাসক) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়েদের ধারাবাহিক এমন পারফরম্যান্সের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এশিয়া কাপ জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের সিরিজ জয়। এরপর বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ সব জয়। ক্রিকেটে দারুণ সব কীর্তি গড়ে চলেছেন সালমা-রুমানারা।

বিজ্ঞাপন

অন্যদিকে, বেঙ্গল টাইগারদের পারফরম্যান্স নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রী,মাঝে মাঝে আমাদের রয়েল বেঙ্গল টাইগাররা ঝলসে ওঠে। সেটাও ঠিক। কিন্তু আবার মাঝে মাঝে দেখি কেমন জানি মিয়ে (মিউয়ে) যায়। এটা হবে, এটা কোন অস্বাভাবিক ব্যাপার না। মানুষ মাত্রই এটা হতে পারে।’

খেলাধুলার উন্নয়নে নিজ নিজ এলাকায় ক্রীড়া, সংস্কৃতি বিনোদনের সুযোগ বাড়াতে উদ্যোগ ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা যে আন্তঃস্কুল প্রতিযোগিতা করে যাচ্ছি। এই প্রতিযোগিতার সুফলটা আপনারা দেখছেন, আপনারা এখন পাচ্ছেন। আমার মেয়েরা এখন ফুটবল খেলায়, সাফ গেমসেও চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেট খেলায় ছেলেরা যা না পারে, মেয়েরা বোধহয় সেই তুলনায় একটু ভাল করে যাচ্ছে।’

সারাদেশে মিনি স্টেডিয়াম তৈরির পরিকল্পনার বিষয়টিও তুলে ধরেন শেখ হাসিনা, ‘স্কুলের মাঠ, কলেজের মাঠ কিংবা লেখাপড়া বন্ধ করে এটার (খেলাধুলার) চর্চা হোক তা চাই না। মিনি স্টেডিয়ামে বারো মাস খেলাধুলার চর্চা হতে পারে। কারণ ছেলে-মেয়েদের এর মধ্যে যত বেশী সম্পৃক্ত রাখতে পারবো, ততই তারা বিপথে যাবে না। বিপথ থেকে তারা দূরে যেতে পারবে। সেই ব্যবস্থা আপনারা নেবেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এসএন

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন