বিজ্ঞাপন

নির্বাচন বন্ধের দাবি হাসান উদ্দিন সরকারের

June 26, 2018 | 1:24 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

গাজীপুর থেকে: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন বন্ধের দাবি জানিয়েছেন বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। নির্বাচনে ব্যাপক কারচুপি ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তুলে তিনি এ দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২৬ জুন) গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাসান উদ্দিন সরকার এ দাবি জানান।

তিনি বলেন, আমি আপনাদের মাধ্যমে নির্বাচন বন্ধের দাবি জানাচ্ছি এবং এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আমি লিখিত দেবো। তবে নির্বাচন বন্ধ না হলে আমি শেষ পর্যন্ত নির্বাচনের সাথেই থাকব।

বিজ্ঞাপন

গাজীপুর সিটির বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, ‘আমি যদি মাঠে না থাকি তাহলে সার্বিক বিষয়ে জনগণ বুঝতে পারবে না। তাই আমি শেষ পর্যন্ত মাঠেই থাকব।’

এ সময় হাসান উদ্দিন সরকার অভিযোগ করেন, শতাধিক কেন্দ্র থেকে বিএনপি এজেন্টদের মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

এর আগে, মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৫৭টি ওয়ার্ডের ৪২৫টি ভোটকেন্দ্রের ২ হাজার ৭৬১টি কক্ষে ভোটগ্রহণ চলবে। এই সিটির ১৯টি সংরক্ষিত নারী ও ৫৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন, নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পূর্বঘোষিত তফসিল অনুযায়ী, ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টে রিট করেন। রিট শুনানি শেষে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে তিন মাসের স্থগিতাদেশ দেন আদালত।

পরে এই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন এবং গাজীপুর ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী আপিল করেন। আপিল শুনানি শেষে গত ১০ মে হাইকোর্টের দেওয়া ওই স্থগিতাদেশ বাতিল করেন আপিল বিভাগ। এ সময় এই নির্বাচনের জন্য ২৮ জুন পর্যন্ত সময় বেঁধে দেন আদালত। আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী ২৬ জুন এই নির্বাচনের নতুন দিন ঠিক করে নির্বাচন কমিশন। স্থগিতাদেশ উঠে যাওয়ার পর ১৮ জুন থেকে শুরু হয় দ্বিতীয় পর্যায়ের প্রচারণা। তা শেষ হয় রবিবার (২৪ জুন) রাতে।

আরও পড়ুন-

নৌকার বিজয় হবে: জাহাঙ্গীর আলম
‘জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, শেষ পর্যন্ত লড়বো’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এজেড/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন