বিজ্ঞাপন

নিউইর্য়কের আদলে মেট্রো যোগাযোগ কর্তৃপক্ষ চান মুহিত

June 7, 2018 | 3:32 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বৃহত্তর ঢাকার জন্য নিউইয়র্কের আদলে একটি মেট্রো যোগাযোগ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর মাধ্যমে সব ধরনের যোগাযোগ ব্যবস্থাকে সমন্বিত করে একটি পরিচালনা সংগঠন গড়ে তোলার আশাবাদও জানান তিনি।

বৃহস্পতিবার (৭ জুন) দুপরে দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এমন প্রত্যাশার কথা জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, নগর পরিবহন ব্যবস্থার উন্নয়নের বর্তমানে বেশ কয়েকটি কার্যক্রম চলমান আছে। গাজীপুর ও ঢাকা মহানগরীর জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ ও উভয়দিকে ২৫ হাজার যাত্রী পরিবহনে সক্ষম বাস র‌্যাপিড ট্রানজিট করিডোরের নির্মাণ কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

২০২০ সালের মধ্যে মেট্রোরেল নির্মাণের কাজ শেষ করতে পারবেন আশা জানিয়ে মুহিত বলেন, ‘এ ছাড়া আগামী অর্থবছরে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু করব।’

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, বৃহত্তর ঢাকার জন্য নিউইয়র্কের আদলে একটি মেট্রো যোগাযোগ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে সব ধরনের যোগাযোগ ব্যবস্থাকে সমন্বিত করে একটি পরিচালনা সংগঠন স্থাপন করাটাই আমাদের জন্য যথাযথ হবে।’

এ ছাড়াও যোগাযোগ পরিবহনের বিভিন্ন খাতের উন্নয়নে পদক্ষেপগুলো তুলে ধরে যোগাযোগ অবকাঠামো খাতে মোট ৫৩ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন।

বিজ্ঞাপন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় বাজেট অধিবেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত আছেন এই অধিবেশনে।

সারাবাংলা/এনআর/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন