বিজ্ঞাপন

‘প্রধানমন্ত্রী চাইলেই পদত্যাগ করব’

August 2, 2018 | 2:10 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা দেশের জনগণ যদি বলে তাহলেই কেবল পদত্যাগ করবেন বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খান।

বৃহস্পতিবার (২ আগস্ট) সচিবারয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

শাজাহান খানের কাছে জানতে চাওয়া হয় যে, সাধারণ শিক্ষার্থীরা তো তার পদত্যাগ, ক্ষমা প্রার্থনাসহ নানা দাবিতে আন্দোলন করছে। এর মধ্যে গুঞ্জন উঠেছে যে, তিনি পদত্যাগ করেছেন। এটি সত্য কি না?

বিজ্ঞাপন

জবাবে মন্ত্রী বলেন, ‘ছাত্ররা তো আমার পদত্যাগ চায়নি। তাদের সব দাবিই তো মেনে নেওয়া হয়েছে। আর আমি বিএনপির কথায় তো পদত্যাগ করব না।’

রাজধানীর সড়কগুলোকে যান বাহনের সংখ্যা কম সম্পর্কে মন্ত্রীর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘রাস্তায় বিআরটিসির গাড়ি তো আছে। ব্যাক্তি মালিকানার গাড়ি নামছে না ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে।’

উল্লেখ্য, গত সোমবার (২৯ জুলাই) কুর্মিটোলা জেলারেল হাসপাতালের সামনের সড়কে (মিরপুর-উত্তরা ফ্লাইওভার ঠেকেছে যেখানে) দুই বাসের রেষারেষিতে হত্যার শিকার হয় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিম। এ ঘটনার প্রতিবাদে নিরাপদ সড়কের দাবিতে চার দিন ধরে রাজধানীর বিভিন্ন সড়ক দখল করে আন্দোলন করছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ, বাংলামোটর, সায়েন্সল্যাব, এলিফ্যান্ট রোড, মতিঝিল, দৈনিক বাংলা, তেজগাঁও, রামপুরা, বনশ্রী, উত্তরাসহ বিভিন্ন এলাকা অবরোধ করে তারা।

বিজ্ঞাপন

দুই শিক্ষার্থী নিহতের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে হাসিমুখে তার উত্তর দেন নৌপরিবহন মন্ত্রী। এরপরই নৌমন্ত্রীর পদত্যাগ ও ক্ষমা চেয়ে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা।

আন্দোলনে দোষীদের শাস্তির পাশাপাশি নৌমন্ত্রীর পদত্যাগ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানাচ্ছে শিক্ষার্থীরা।

সারাবাংলা/এএইচএইচ/এসএমএন

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন