বিজ্ঞাপন

বাজেট বক্তৃতা: সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ

June 7, 2018 | 1:13 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ঢাকা: টানা ১২তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার (৭ জুন) দুপুর পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাথে নিয়ে অর্থমন্ত্রী সংসদ ভবনে প্রবেশ করলে শুরু হয় বাজেট অধিবেশন।

অর্থমন্ত্রী সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ২০১৭-১৮ অর্থবছরের সম্পূরক বাজেট এবং এরপর ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপনের অনুমতি চান।

বাজেট বক্তৃতার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ১৫ আগস্ট প্রাণ হারানো বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ মানুষসহ ভাষা আন্দোলন ও বিভিন্ন গণআন্দোলনে শহীদদের স্মরণ করেন অর্থমন্ত্রী।

বিজ্ঞাপন

২০১৮-১৯ বাজেট দফায় দফায় কাঁটছাট করেছেন অর্থমন্ত্রী। নির্বাচনের কারণে বিভিন্ন হিসাব-নিকাশের পর অর্থমন্ত্রী মূল বাজেটের আকার নির্ধারণ করেছেন ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। বাজেটের মাত্র কয়েকদিন আগে ৩ হাজার ৬৩২ কোটি টাকা কমিয়ে নতুন এই আকার নির্ধারণ করা হয়েছে।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা পড়তে ক্লিক করুন

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন