বিজ্ঞাপন

ভারতে জিমি-চয়নরা

June 27, 2018 | 9:45 pm

।।স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

দেশে ক্যাম্প শেষে ভারত সফরে গিয়েছে বাংলাদেশ জাতীয় হকি দলের খেলোয়াড়রা। এশিয়ান গেমসকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলতে প্রতিবেশি দেশে গিয়েছে জিমি-চয়নরা। ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসের আসর বসতে সময়ও হাতে কম। মাত্র ৪০ দিন আছে। এর মধ্যেই ভারতসহ আরও মোট তিন দেশে প্রস্তুতি সাড়বে তারা।

বুধবার (২৭জুন) দুপুরে শ্রীলংকান এয়ার লাইন্স যোগে উদ্দেশ্যে রওনা ভারতের ব্যাঙ্গালুরুতে পৌঁছেছে বাংলাদেশ দল।  ফরহাদ আহমেদ শিটুলের কাঁধে দেয়া হয়েছে নেত্বত্বের ভার। আশরাফুল ইসলামকে সহ-অধিনায়ক।

ভারতসহ তিন দেশে প্রস্তুতি সাড়বে জাতীয় হকি দলের খেলোয়াড়রা। ওমানে এশিয়ান গেমস হকির বাছাইপর্বে রানার আপ হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী ৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় বসতে যাওয়া এশিয়ান গেমসের ১৮তম আসরকে সামনে রেখে ভারত সফর।

বিজ্ঞাপন

ভারতসহ বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) ডাকে সাড়া দিয়েছে তিনদেশ। ভারত-চীন-দক্ষিণ কোরিয়া। বাহফের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব এহসান রানা জানান, ‘৮ জুলাই ঢাকায় ফিরবে দল। এরপর ১৬ তারিখে চায়নায় যাবে জিমিরা। সেখান থেকে দক্ষিণ কোরিয়ায় ২৪ তারিখ রওনা দিবে কৃষ্ণমুর্থীর শিষ্যরা।’

ভারত সফরে ২৯-৩০ জুন জিমিরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত জুনিয়র ও এ দলের বিপক্ষে। এর পরের মাসে (জুলাই) ২ তারিখ ভারতের জুনিয়র দল ও পরের ৩-৫-৬ জুলাই খেলবে ভারতের সিনিয়র দলের বিপক্ষে।

প্রস্তুতি ম্যাচে খেলার মাধ্যমে ভুলগুলো কাজে লাগাতে চান খেলোয়াড়রা। রাসেল মাহমুদ জিমি জানান, `আমরা আমাদের খেলার ভুল গুলো ধরতে পারবো আর সেখানে ভারতীয় জাতীয় দলের ও অনেক প্রাক্তন খেলোয়াড়রাও খেলবে। সেখান থেকে আমরা আরো অভিজ্ঞাত অর্জন করতে পারবো। এশিয়ান গেমসে অনেক ভালো ভালো দল আসবে সেখানে আমাদের সেই ভাবেই প্রস্তুতি নিয়ে যেতে হবে আর তার জন্য প্রস্তুতি ম্যাচ খেলাটা অনেক গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

শিটুল-আশরাফুলদের দায়িত্ব থাকছে মালয়েশিয়ান কোচ কৃষ্ণমুর্থী গোপিনাথানের উপর। সহকারি কোচ হিসেবে থাকছেন মওদুদুর রহমান।

ভারতের ব্যাঙ্গালুরে প্রস্তুতিমুলক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ২২ সদস্য বিশিষ্ট কর্মকর্তা ও খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়েছে। টিম লিডার হিসেবে সফরে আছেন তারেক আহমেদ আদেল। ম্যানেজার হিসেবে নজরুল ইসলাম মৃধা।

খেলোয়াড় ১৮ জনের স্কোয়াড নিম্নে:

অসীম গোপ, আবু সাইদ নিপ্পন, মামুনুর রহমান চয়ন, ইমরান হাসান পিন্টু, খোরশাদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল (অধি), আশরাফুল ইসলাম (সহ অধি), হাসান যুবায়ের নিলয়, সারোয়ার হোসেন, ফজলে হোসেন রাব্বি, রোমান সরকার, নাইম উদ্দিন, মাহবুব হোসেন, রাসেল মাহমুদ জিমি, পুস্কার ক্ষিসা মিমো, মিলন হোসেন, মাইনুল ইসলাম ও দ্বিন ইসলাম ইমন।

বিজ্ঞাপন

আগামী ৮ জুলাই দেশে ফিরবে খেলোয়াড়রা।

সারাবাংলা/জেএইচ/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন