বিজ্ঞাপন

সবচেয়ে ভালো নির্বাচন গাজীপুরে হবে: এসপি হারুন

June 26, 2018 | 2:31 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

গাজীপুর থেকে: আমি মনে করি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভাল নির্বাচন গাজীপুরে হবে বলে মন্তব্য করেছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ।

মঙ্গলবার (২৬ জুন) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে তিনি একথা বলেন। এই কেন্দ্রেই কাউন্সিলর প্রার্থী হান্নান মিয়া হান্নু ও আবদুল করিম মিন্টুর নেতাকর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তাদের কর্মী-সমর্থকদের লাঠিপেটা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রার্থীদের নির্বাচনি ক্যাম্পও ভেঙে দেয় পুলিশ।

এসপি হারুন আরও বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগের মেয়রপ্রার্থীদের মধ্যে কোথাও কোনো সংঘর্ষ হয় নাই। আর মাত্র দুই আড়াই ঘণ্টা বাকি। কোথাও কোনো ঝামেলা করার সুযোগও হবে না। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’

বিজ্ঞাপন

গাজীপুর সিটি করপোরেশনের ১৯টি সংরক্ষিত নারী ও ৫৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী ভোটার।

গত ১৫ মে খুলনা সিটির সঙ্গে গাজীপুর সিটির ভোট হওয়ার কথা থাকলেও মাঝপথে এসে আইনি জটিলতায় আটকে যায়। জটিলতা কেটে গেলে নির্বাচন কমিশন পুনরায় ২৬ জুন ভোটের সময় নির্ধারণ করে। গত ১৮ জুন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়।

আরও পড়ুন: দুই কাউন্সিলর প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন