বিজ্ঞাপন

রংপুরের নির্বাচন এ যাবতকালের সেরা : ইডাব্লিউজি

December 23, 2017 | 11:58 am

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা :   স্বাধীন বাংলাদেশে এ যাবতকালে স্থানীয় পর্যায়ে যত নির্বাচন হয়েছে তার মধ্যে রংপুর সিটি করপোরেশনের নির্বাচন সেরা। অতীতে এর আগে এত সুন্দর ও স্বচ্ছ নির্বাচন জনগণ দেখেনি। শনিবার বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডাব্লিউজি) এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক ড. মো. আব্দুল আলিম, সদস্য ও জানিপপের চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, সদস্য আব্দুল আলিম ও সদস্য মো. হারুন অর রশিদ।

সংবাদ সম্মেলনে পরিচালক আব্দুল আলিম রংপুর সিটি করপোরেশনের পর্যবেক্ষণের যাবতীয় দিক তুলে ধরে লিখিত বক্তব্য দেন। তিনি বলেন, নির্বাচনে নিয়োজিত পর্যবেক্ষকরা ১৫ ওয়ার্ডের মোট ২৬টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন। এতে দেখা যায়, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলা অবস্থায় কোনোপ্রকার সহিংসতা বা গণ্ডগোল হয়নি। কোনো প্রার্থীর পোলিং এজেন্টকে জোর করে বের করে দেওয়ার মতো ঘটনাও ঘটেনি। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রদান করেছেন।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়েছে। সাংবাদিকরা ভোটকেন্দ্রে অবাধে প্রবেশ করতে পেরেছে। তবে দুই একটি কেন্দ্রে কেন প্রবেশ করতে দেওয়া হয়নি তা জানা যায়নি। জাল ভোটের কোনো ঘটনা ঘটেনি। দুইটি কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হয়েছে। যদিও ২ ও ৬ নং বুথে স্বল্প সময়ের জন্য ইভিএম যন্ত্র আটকে গিয়েছিল। তবে কারিগরি দল খুব দ্রুত তা সমাধান করে।

কেন আপনারা এবারের নির্বাচনকে এ যাবতকালের সেরা নির্বাচন বলছেন জানতে চাইলে আব্দুল আলিম বলেন, এর আগে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন হয়েছে। ওই নির্বাচনও সুষ্ঠু ও সুন্দর হয়েছে। এরপরেও সেখানে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। কিন্তু এবারের নির্বাচনে তার ছিটেফোটাও ঘটেনি। ভোটারদের উপস্থিতি ছিল অনেক, ভোটকেন্দ্র শান্তিপূর্ণ ছিল, জালভোট পড়েনি, রেষারেষি ছিল না। কোনো প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেনি। তাই এবারের নির্বাচন স্থানীয় পর্যায়ে এ যাবতকালের সেরা বলছি আমরা।

বিএনপি প্রার্থী ভোটের ফল প্রত্যাখান করেছেন এবং বলেছেন ভোটগ্রহণে সুক্ষ্ম কারচুপি হয়েছে আপনাদের মতামত কি জানতে চাইলে জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, এ অভিযোগ হয়ত রাজনৈতিক কারণে করা হয়েছে। তবে স্থানীয় পর্যায়ে এত সুন্দর নির্বাচন এর আগে হয়নি।

বিজ্ঞাপন

সবশেষ ইলেকশন ওয়ার্কিং গ্রুপের সদস্য হারুন অর রশিদ বলেন, পর্যবেক্ষকদের দেওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ইডব্লিউজি মনে করে বাংলাদেশের ইতিহাসে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনগুলোর মধ্যে এটি অন্যতম সেরা নির্বাচন। যা নির্বাচনী প্রক্রিয়ায় অংশীজনদের আস্থা আরো বাড়িয়ে তুলতে সাহায্য করবে।

সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন