বিজ্ঞাপন

শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে শাহবাগ ‘ফ্রি’ করলো পুলিশ

August 6, 2018 | 4:45 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: জলকামান-টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে শাহবাগ মোড় ‘ফ্রি’ করেছে পুলিশ। প্রায় আধাঘণ্টা ধরে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষের পর বিকেল ৪টার দিকে শাহবাগ মোড়ের পরিস্থিতি শান্ত হয়। পুলিশ বলছে, গত কয়েকদিন ধরে ধৈর্য ধরে থাকলেও গুরুত্বপূর্ণ হাসপাতালগুলো থাকায় শাহবাগ মোড়কে ‘ফ্রি’ রাখার চেষ্টা থেকেই তারা টিয়ারশেল নিক্ষেপ করেছে।

শাহবাগ এলাকা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার পর সোমবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার সাংবাদিকদের বলেন, “গত কয়েকদিন আমরা কোনো ব্যবস্থা নিইনি। অনেক ধৈর্য ধরে ছিলাম। আজ থেকে চেষ্টা করছি শাহবাগ মোড় ফ্রি রাখার জন্য। এসব ‘লোকজন’কে বারবার অনুরোধ করা হয়েছে, কিন্তু তারা শোনেনি। এরপর যখন আমরা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছি, তখন তারা ইট-পাটকেল নিক্ষেপ করেছে। যার পরিপ্রেক্ষিতে আমরা টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ভেতরে সরিয়ে দিয়েছি।”

বিজ্ঞাপন

তিনি বলেন, গত কয়েকদিন থেকেই জিগাতলা-শাহবাগ যানচলাচলে বিঘ্ন ছিল। সাধারণ জনগণ এই পথে চলাচল করতে পারেনি। অথচ এখানে বারডেম ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো বড় দু’টি হাসপাতাল আছে। আবার এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। সবদিকে যাওয়ার প্রধান রাস্তা এটাই।

বিজ্ঞাপন

শাহবাগে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, জলকামান-টিয়ারশেল নিক্ষেপ

মারুফ সরদার আরও বলেন, আমরা সবসময় চেষ্টা করি শাহবাগ মোড়ে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা (অবস্টাকল) না থাকে। শাহবাগে যেন যানচলাচল স্বাভাবিক থাকে। কারণ, এখানে সারাদেশ থেকে রোগী আসে। আমরা চাই না তাদের চিকিৎসায় বিঘ্ন হোক বা হাসপাতলে পৌঁছানোর আগেই কোরো রোগী মারা যাক। তাই আজ (সোমবার) সকাল থেকেই আমরা এখানে ছিলাম। আমরা চেষ্টা করেছি শাহবাগকে ফ্রি রাখতে, যেন কেউ বসতে না পারে। বিশ্ববিদ্যালয় থেকে কিছু ‘লোকজন’ এদিকে এলে তাদেরও আমরা বারবার বুঝিয়ে বলেছি। কিন্তু তারা কথা শোনেননি।

শিক্ষার্থীদের কাউকে আটক করা হয়েছে কিনা— জানতে চাইলে ডিসি মারুফ বলেন, এই মুহূর্তে বলতে পারছি না। পরে যাচাই-বাছাই করে বলা যাবে। তবে সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে, এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র সংগঠনের কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টিএসসির রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে অপরাজেয় বাংলায় এসে শেষ হয়।

পরে দুপুর ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসে শাহবাগে অবস্থান নিতে চায়। তারা ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী’ ব্যানারে মিছিল নিয়ে এগুতে থাকে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। শিক্ষার্থীরা ইট-পাটকেলও ছুড়ে মারে। এরই একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।

সারাবাংলা/জেএ/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন