বিজ্ঞাপন

সবার জন্য বাজেটে যা (টপ পিকস)

June 7, 2018 | 2:43 pm

।। জিমি আমির, জয়েন্ট নিউজ এডিটর ।।

বিজ্ঞাপন

ঢাকা: জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চাকরিজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ কৌতূহল নিয়ে অপেক্ষা করছেন, তাদের জন্য এই বাজেটে কী থাকছে। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা থেকে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা কিছু বিষয় তুলে ধরা হলো এখানে—

  • আগামী অর্থবছরে ব্যক্তি করমুক্ত আয় সীমা বাড়ানো হয়নি। অর্থাৎ বছরে কারো আয় আড়াই লাখ টাকা পর্যন্ত হলে তাকে আয়কর দিতে হবে না।

 

  • ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করহার আড়াই শতাংশ কমানো হয়েছে। সে ক্ষেত্রে শুধু এসব কোম্পানির ক্ষেত্রে ৪০ শতাংশ কর থেকে সাড়ে ৩৭ শতাংশ করা হয়েছে।

 

বিজ্ঞাপন
  • সামাজিক সুরক্ষা খাতের আওতায় বয়স্ক ভাতার সুবিধাভোগীর সংখ্যা অতিরিক্ত ৫ লাখ বাড়িয়ে ৪০ লাখ করা হয়েছে। মুক্তিযোদ্ধার স্ত্রী, পুত্র কন্যা অথবা নাতি-নাতনীদের সহায়তার ব্যবস্থা করছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এজন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৪শ কোটি টাকা।

 

  • নির্দিষ্ট কিছু এলাকায় আগামী অর্থবছর থেকেই সার্বজনীন পেনশন কার্যক্রম চালু করতে চান অর্থমন্ত্রী।
    সরকারি নবীন কর্মচারীদের গৃহঋণের জন্য নতুন নীতিমালা কার‌্যকর আগামী অর্থবছর থেকে।

 

  • নিজের নামে দুটি ব্যক্তিগত গাড়ি ও সিটি কর্পোরেশন এলাকায় ৮ হাজার বর্গফুটের গৃহ সম্পত্তির মালিকদের সারচার্জের আওতায় আনার প্রস্তাব।

 

বিজ্ঞাপন
  • ভ্যাটের হার ৯ স্তর থেকে ৫ স্তরে নামিয়ে আনা হয়েছে।

 

  • বড় বড় রিসোর্ট হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানের ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার এর বদলে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি মেশিন বসানো বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে রাজস্ব বোর্ডের সাথে ইএফডি ব্যবহারকারীদের অনলাইন স্থাপন করা সহজ হবে।

 

  • হেলিকপ্টার সেবার ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এতে করে ভাড়া বাড়তে পারে।

 

  • যানজট নিরসন ও স্কুলে যাতায়াত সহজ করতে কোনো স্কুল কর্তৃপক্ষ গাড়ির সার্ভিস চালু করলে তা আমদানি করতে শুল্ক সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।

 

বিজ্ঞাপন
  • হাইব্রিড ১৬শ’ থেকে ১৮শ’ সিসির গাড়ি আমদানিতে ৪৫ শতাংশ থেকে ২০ শতাংশ শুল্ক কমানো হয়েছে।

 

  • আগামী বছর থেকেই সার্বজনীন অবসর ভাতা পরীক্ষামূলকভাবে কয়েকটি এলাকায় চালু করা হবে।

 

  • অনলাইন কেনাকাটা বসছে অতিরিক্ত কর।

 

  • ইন্টারনেট ও আইটিখাতে যোগ হচ্ছে অতিরিক্ত কর।

 

  • হোটেল বা রেস্তোরাঁয় মদ জাতীয় পানি সরবরাহ করলে বা এ সংক্রান্ত কোনো শো-এর আয়োজন করা হলে বিদ্যমান কর দ্বিগুণ করা হবে। অর্থাৎ ১০ থেকে ২০ শতাংশ করা হবে।

সারাবাংলা/জেএএম/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন