বিজ্ঞাপন

২৬ জুন গাজীপুর সিটি নির্বাচন

May 13, 2018 | 4:31 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৩ মে) বিকেলে কমিশনের এক বৈঠক শেষে ইসি সচিব মো. হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘আগের নির্বাচনী তফসিল অনুযায়ীই আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ১৮ জুনের আগে প্রার্থীরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না।’

এর আগে, রোববার বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে বৈঠকে বসেন চার নির্বাচন কমিশনার। বৈঠক শেষে বিকেল ৪টা ২০ মিনিটে ব্রিফিং করেন ইসি সচিব।

বিজ্ঞাপন

আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর পুরোদমে চলছিল প্রস্তুতি। প্রার্থীরাও ছিলেন মাঠে। এর মধ্যে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ হাইকোর্টে রিট করেন। রিট শুনানি শেষে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে তিন মাসের স্থগিতাদেশ দেন আদালত।

পরে এই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন, গাজীপুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম, বিএনপির প্রার্থী হাসান উদ্দিন হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করেন।

আপিল শুনানি শেষে গত বৃহস্পতিবার (১০ মে) হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল করেন আপিল বিভাগ। পাশাপাশি এই নির্বাচনের জন্য আগামী ২৮ জুন পর্যন্ত সময় বেঁধে দেন আদালত।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/টিআর

গাজীপুর সিটি নির্বাচন: আপিল শুনানি বৃহস্পতিবার
গাজীপুর সিটি নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার
গাজীপুর সিটি নির্বাচন: আদেশের কপি দেখে আপিলের সিদ্ধান্ত
আমি গাজীপুরের ভোট স্থগিত চাইনি: রিটের বাদী
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে গাজীপুরের বিএনপি প্রার্থীর আবেদন
গাজীপুরে সব নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা ইসির
গাজীপুর সিটি নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন