বিজ্ঞাপন

বাসচাপায় শিক্ষার্থী মৃত্যু: ২ বাসচালকসহ ৪ জন আটক

July 30, 2018 | 2:13 pm

|| স্টাফ করেসপন্ডেন্ট ||

বিজ্ঞাপন

ঢাকা: বাসের চাপায়  শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই  শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায়  জাবালে নূর পরিবহনের ২ চালক ও তাদের দুই সহকারীকে আটক করেছে র‌্যাব। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (৩০ জুলাই) র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম এই আটকের বিষয়টি নিশ্চিত করেন। এই  দুই বাসচালকের নাম সোহাগ ও যুবায়ের।

দুই শিক্ষার্থীর পরিবারের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

গণমাধ্যমকে পাঠানো র‌্যাবের বিবৃতিতে বলা হয়, গতকাল দুপুরে ‍দুর্ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যুর পর রাতভর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিরপুর থেকে এই চারজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে, এ ঘটনায় জাবালে নুর ও মক্কা পরিবহনসহ তিনটি গাড়ির চালক ও  সহকারী ৬ জনকে আসামী করে ক্যান্টনমেন্ট থানায় নিহতদের পরিবার বাদি হয়ে মামলা দায়ের করা করেছেন। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহান হক জানান, বেপরোয়া গতিতে বাস চালানো ও পথচারীদের চাপা দেওয়ার অপরাধে ৩০২ ও ৩০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এসএইচ/ ইউজে/জেডএফ

আরও পড়ুন

বিজ্ঞাপন

ত্তাল বিমানবন্দর সড়ক: নৌমন্ত্রীর পদত্যাগ দাবি
শিক্ষার্থীদের জোর করে বাসে তুলে দিচ্ছে পুলিশ
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, পিছিয়ে গেল পুলিশের জলকামান
উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত রাজপথ
শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন