বিজ্ঞাপন

অ্যাকশন আওয়ারে ‘ব্যাক ফোকাস’

December 23, 2017 | 11:36 am

এন্টারটেইনমেন্ট ডেস্ক

বিজ্ঞাপন

জিটিভি’র জনপ্রিয় সিরিজ ‘অ্যাকশন আওয়ার’। মূলত ভৌতিক গল্প দিয়ে সাজানো এই সিরিজে পর্বভিত্তিক গল্প দেখানো হয়। শনিবার (২৩ ডিসেম্বর) থেকে অ্যাকশন আওয়ারে শুরু হচ্ছে ছয় পর্বের নাটক ‘ব্যাক ফোকাস’। এমডি কনকের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শায়লা সাবি, আলভি মামুন, নাভিদ মুনতাসিরসহ একঝাঁক নতুন মুখ। পরিচালক সূত্রে জানা গেছে নাটকটি হরর থ্রিলারধর্মী। গল্পে দেখা যাবে একদল তরুণ শুটিং করতে রাঙামাটির সাজেক আসে। সেখানে শুটিং করতে গিয়ে নানান অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে থাকে তারা। কিন্তু কেনো? একসময় উন্মোচিত হয় আসল রহস্য।
ছয় পর্বের ‘ব্যাক ফোকাস’ প্রচারিত হবে শনিবার থেকে প্রতিদিন রাত ১০ টায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন