বিজ্ঞাপন

শচীনের সাফল্যের তুলনায় ব্যর্থতাই বেশি: দ্রাবিড়

December 23, 2017 | 6:28 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

শুধু ভারত নয়, পুরো ক্রিকেট বিশ্বের অন্যতম ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার। ভারতে যাকে বলা হয় ‘ব্যাটিং ঈশ্বর’। ক্রিকেট তার পুরো ক্যারিয়ারে যত সাফল্য তা এককভাবে কেউ এখনও নিজের করে নিতে পারেননি। রেকর্ডের বরপুত্র শচীন ক্যারিয়ার শেষে ৩৪ হাজারের বেশি আন্তর্জাতিক রান আর ১০০টি সেঞ্চুরি করেও ব্যর্থ!

‘ব্যর্থতাই সাফল্যের পথে ওঠার সিঁড়ি’ এটি ভারতীয় ব্যাটিং গ্রেট রাহুল দ্রাবিড়ের থেকে আর কেউ ভালোভাবে বুঝতে পারবেন না। নিজে ব্যর্থ ছিলেন জানিয়ে রাহুল জানালেন, ভারতীয় আরেক ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার আরও বেশি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। পুরো বিষয়টিও তরুণ ক্রিকেটারদের জন্য ব্যাখ্যা করেছেন ভারতের অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ দলের কোচ রাহুল।

তবে, পুরো বিষয়টি ইতিবাচক অর্থে নিয়ে রাহুল জানান, ‘আমাদের সময় হাফ সেঞ্চুরিকে ভালো স্কোর বলে বিবেচনা করা হতো। সব ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে আমি ভারতের হয়ে ৬০৪ বার ব্যাট করেছি। এর মধ্যে ৪১০ বারই ৫০ রানের গণ্ডি পেরোতে পারিনি। আমি যত না সাফল্য পেয়েছি, তার থেকে বেশি ব্যর্থ হয়েছি। সাফল্যের তুলনায় আমার ব্যর্থতাই বেশি।’

বিজ্ঞাপন

টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে দ্রাবিড়ের ৪৮টি সেঞ্চুরি সহ মোট রান ২৪ হাজার ১৭৭। ভারতের ব্যাটিং স্তম্ভ ‘দ্য ওয়াল’ খ্যাত দ্রাবিড় আরও বলেন, ‘আমার সময়কার সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। সেঞ্চুরির সেঞ্চুরি করেছে সে। কিন্তু ভারতের হয়ে সব ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে ৭৮১ বারের মধ্য ৫১৭ বারই হাফ সেঞ্চুরি করতে পারেনি। ফলে শচীনেরও সাফল্যের তুলনায় ব্যর্থতাই বেশি।’

মূলত ব্যর্থতার পথ ধরেই আসে সাফল্য- ভবিষ্যত প্রজন্মকে এই বার্তা দিতেই এমনটি বলেছেন ৪৪ বছর বয়সী রাহুল।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন