বিজ্ঞাপন

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, পিছিয়ে গেল পুলিশের জলকামান

July 30, 2018 | 11:43 am

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে একদল শিক্ষার্থী বসে শান্তিপূর্ণ স্লোগান দিচ্ছিল। এসময় একটি রায়টকার, এপিসি ও জলকামান নিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। এসময় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। সেগুলোকে লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে।

পরে সেনা কর্মকর্তাদের হস্তক্ষেপে এপিসি ও রায়টকার পিছিয়ে গেলে শান্ত হয় শিক্ষার্থীরা। সোমবার (৩০ জুলাই) সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা এখনও বিমানবন্দর সড়ক দুই দিকেই বন্ধ করে দিয়েছে।

এ ব্যাপারে শাহীনুর ইসলাম নামে এক পুলিশ সদস্য বলেন, ‘গায়ের জোর দেখিয়ে শিক্ষার্থীদের ক্ষেপানো ঠিক হবে না।’

বিজ্ঞাপন

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে হাজার খানেক শিক্ষার্থী মিছিল নিয়ে এসে বিমানবন্দর সড়ক দুই দিকেই বন্ধ করে দেয়। ‘বিচার চাই বিচার চাই, ছাত্র হত্যার বিচার চাই’ বলে তারা স্লোগান দিচ্ছে তারা। শহীদ রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে আদমজী স্কুল, কুর্মিটোলা শাহীন, বিএফ শাহীন, ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ফলে এই এলাকা এখন শুধু শিক্ষার্থীদের দখলে।

আরও পড়ুন:
শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা
কুর্মিটোলায় বাস চাপায় ২ শিক্ষার্থীর মৃত্যু, গাড়ি ভাঙচুর-অবরোধ
বাস চাপায় মৃত্যু: শিক্ষার্থীদের জোর করে বাসেই তুলে দিচ্ছে পুলিশ

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন