বিজ্ঞাপন

নিউজিল্যান্ড সফরে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ

July 31, 2018 | 10:24 am

স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

২০০৩ সালে পাকিস্তানের সঙ্গে তিন টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। ২০০৭ সালে শ্রীলঙ্কার মাঠে খেলেছিল তিন টেস্ট। ৭ বছর পর ২০১৪ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে খেলেছিল তিন টেস্ট। এবার নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে সামনের বছরের ফেব্রুয়ারি-মার্চে হতে যাচ্ছে এই সিরিজ।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে, আগামী বছরের মার্চে তিন ওয়ানডে ও তিন টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ যাবে সেলহানে। ২৮ ফেব্রুয়ারি সেডন পার্কে শুরু হবে প্রথম টেস্ট। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ মার্চ। ১৬ মার্চ তৃতীয় টেস্ট শুরু হবে ক্রাইস্টচার্চে। তার আগে ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি হবে তিনটি ওয়ানডে। এই সফরে কোনো টি-টোয়েন্টি রাখা হয়নি।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড অবশ্য জানিয়েছে, তারা একটি দিবারাত্রির টেস্টও খেলতে চেয়েছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে সমঝোতায় পৌঁছাতে পারেনি বলে তা খেলা হয়নি।

 

সারাবাংলা/এএম/এসএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন