বিজ্ঞাপন

বিপিএলে ৭ বলে ওভার দিয়ে বিপাকে বিসিবি!

November 28, 2017 | 1:28 pm

সারাবাংলা প্রতিবেদক
রংপুর রাইডার্স আর সিলেট সিক্সার্সের ম্যাচ চলাকালীন কামরুল ইসলাম রাব্বির এক ওভারে সাতটি বল করানোয় তোপের মুখে দায়িত্বপ্রাপ্ত আম্পায়ররা। ম্যাচ শেষে এই আপত্তির বিষয়টি বিপিএল গভার্নিং বডির কাছে জানিয়েছে সিলেট সিক্সার্স।

বিজ্ঞাপন

নিয়মানুযায়ী ৬ বলে ওভার ঘোষণা করার কথা থাকলেও সাত বলে ওভার দিয়ে বিতর্কের জন্ম দিল ম্যাচের আম্পায়ার। সিলেটের ১৭৪ রানের টার্গেট তাড়া করতে নামা রংপুর তখন ব্যাট করছিলো। ১৬ ১৫ ওভার শেষ হলে কামরুল ইসলাম রাব্বিকে বোলিংয়ে পাঠান দলের অধিনায়ক নাসির হোসেন।

রাব্বির মুখোমুখি বোপারা। প্রথম বল ফোর দিয়ে শুরু হয়। দ্বিতীয় বলে ১ রান নিয়ে সামিউল্লাহকে পাঠান বোপারা। তৃতীয় বলে রান নিতে গিয়ে আউট হন সামিউল্লাহ। ক্রিজে আসেন মাশরাফি বিন মুর্তজা। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেন বোপারা। পঞ্চম বলে ১ রান নিয়ে রানের খাতা খুলে ম্যাশ। ষষ্ঠ বলে আবার ডাবল নেন বোপারা।

বিজ্ঞাপন

এরপর ওভার ঘোষণা করার কথা আম্পায়ারের। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশি মাহফুজুর রহমান ও লঙ্কান রানমোর মার্টিনেজ। কিন্তু ওভার দেয়ার কথা ভুলেই গেছেন তিনি।

আরও একটি বল করালেন রাব্বিকে দিয়ে। সেই বলে বোপারা সিঙ্গেল নেন। আম্পায়ার ওভার ঘোষণা করেন। অবশ্য এই ম্যাচে রংপুরের বিপক্ষে চার উইকেটে হারে সিলেট সিক্সার্স।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন