বিজ্ঞাপন

সন্ত্রাসী হামলা হয়েছিল সেন্ট পিটারর্সবার্গে : পুতিন

December 28, 2017 | 5:11 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বোমা হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করছেন, রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন।

এর আগে গত বুধবার সেন্ট পিটার্সবার্গের একটি শপিংমলে বোমা হমলার ঘটনায় ১০ জন আহত হয়।

বৃহস্পতিবার সিরিয়াতে কর্মরত রাশিয়ান মিলিটারি সার্ভিসের নারী সৈনিকদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে পুতিন এ কথা জানান।

বিজ্ঞাপন

সে সময় তিনি উপস্থিত সৈনিকদের উদ্ধেশ্যে বলেন, ‘আপনারা জানেন যে গতকাল সেন্ট পিটার্সবার্গে এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।’

এ ছাড়া ফেডারেল সিকিউরিটি সার্ভিস আরও একটি হামলার পরিকল্পনা প্রতিহত করেছে বলেও তিনি উল্লেখ করেন।

সৈনিকদের উদ্দেশ্যে পুতিন বলেন, রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থা এর চেয়েও বেশি খারাপ হতে পারতো। এ ছাড়া সিরিয়াতে কর্মরত কয়েক হাজার রাশিয়ান সৈনিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

সেন্ট পিটার্স বার্গের হামলা সম্পর্কে রাশিয়ার শীর্ষ তদন্ত সংস্থা জানিয়েছে, দুইশ গ্রাম ওজনের একটি হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এ হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত কোন ব্যক্তি বা সংগঠন ওই হামলার ঘটনায় দ্বায়িত্ব স্বীকার করেনি।

ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, এ ঘটনায় সাত জন সন্দেহভাজন আইসিস সদস্যকে আটক করা হয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, সন্দেভাজন আটকদের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা ছিলো।

এর আগে রাশিয়ার বিভিন্ন স্থানে সিরিজ বোমা হামলার পরিকল্পনা প্রতিহত করতে সিআইএ সহযোগিতা করায় পুতিন ফোন করে ট্রাম্পকে ধন্যবাদ জানায়।

বিজ্ঞাপন

এর আগে এপ্রিল মাসে সেন্ট পিটার্সবার্গে এক বোমা হামলায় ১৬ জন নিহত হয় ও ৫০ জনের মতো রাশিয়ান নাগরিক আহত হয়।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন