বিজ্ঞাপন

অধিনায়ক হিসেবে প্রথম, বার্সার সর্বোচ্চ

August 13, 2018 | 1:14 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

এই মৌসুমের আগে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে চলে গেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। তার জায়গায় ক্লাবের অধিনায়কত্ব পেয়েছেন আর্জেন্টিনার দলপতি লিওনেল মেসি। অধিনায়ক হিসেবে নিজের প্রথম শিরোপার স্বাদ পেয়েছেন মেসি।

সুপারকোপা ডি এসপানার ম্যাচে সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে মেসির হাতে উঠেছে অধিনায়ক হিসেবে প্রথম শিরোপা। এরই মধ্যদিয়ে মেসি জিতলেন বার্সার ইতিহাসে সর্বোচ্চ ট্রফি। আর্জেন্টাইন এই ফুটবল জাদুকরের নামের পাশে যোগ হয়েছে বার্সার খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ৩৩টি শিরোপা।

২০০৫ সালে বার্সায় যোগ দিয়ে মেসি খেলছেন ১৩ বছর ধরে। ২০১৫ সাল থেকে বার্সার সহ-অধিনায়ক থাকলেও এবারই প্রথম মেসির কাঁধে তুলে দেওয়া হয় অফিসিয়ালি অধিনায়কত্বের দায়িত্ব। নিজের দায়িত্ব ঠিকঠাক করার দিন দুর্দান্ত এক রেকর্ড করে বসলেন মেসি।

বিজ্ঞাপন

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর তানজিয়ায় অনুষ্ঠিত সুপারকোপা ডি এসপানার ম্যাচে বার্সার হয়ে গোল করেছেন জেরার্ড পিকে এবং ওসমান দেম্বেলে। আর সেভিয়ার হয়ে একমাত্র গোলটি করেন পাবলো সারাবিয়া।

এর আগে ইনিয়েস্তার সমান ৩২টি শিরোপা জিতেছিলেন মেসি। এই শিরোপা জিতে নিজেকে এককভাবে বার্সার কোনো খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ শিরোপার মালিক হলেন তিনি। মেসির ৩৩ শিরোপার মধ্যে রয়েছে ৪টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা, ৩টি উয়েফা সুপার কাপের শিরোপা, ৯টি লা লিগার শিরোপা, ৮টি সুপারকোপা ডি এসপানার শিরোপা আর ৬টি কোপা দেল রের শিরোপা। এছাড়া, ইনিয়েস্তা ৩২টি, জেরার্ড পিকে ২৮টি আর সার্জিও বুসকেটস ২৮টি শিরোপা জিতেছেন বার্সার জার্সিতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন