বিজ্ঞাপন

কেকেআরে গম্ভীর অধ্যায় শেষ হয়নি: ক্যালিস

December 31, 2017 | 4:45 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

আইপিএলে কলকাতা নাইট রাইর্ডাসকে (কেকেআর) টানছেন ভারতের তারকা ব্যাটসম্যান গৌতম গম্ভীর। শাহরুখ খানের দলটির অধিনায়ককে এবার অন্য কোনো দলে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। গম্ভীর জানিয়েছেন, ‘এবার আইপিএল-এ যেকোনো ফ্যাঞ্চাইজির হয়ে খেলতে পারি।’ তবে গম্ভীরের পাশে দাঁড়িয়েছেন দলটির কোচ দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক ক্যালিস।

একাদশতম আইপিএলে দলগুলো আগের রিটেইন খেলোয়াড় ধরে রাখার সুযোগ পাবে। আগামী ৪ জানুয়ারি আইপিএল গর্ভনিং কাউন্সিলের কাছে ধরে রাখা ক্রিকেটারদের নাম জমা দেওয়ার শেষ সময়। ভারতীয় ক্রিকেট বোর্ড ১৮ জানুয়ারি সেই তালিকা প্রকাশ করবে। আর জানুয়ারির ২৭ ও ২৮ তারিখ নিলাম অনুষ্ঠিত হবে।

আপাতত রঞ্জি ট্রফি নিয়ে ব্যস্ত গম্ভীর। তার দল দিল্লিকে ফাইনালে তুলতে ব্যাট হাতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বেঙ্গলের বিপক্ষে রঞ্জির সেমিফাইনালে সেঞ্চুরি করেছেন গম্ভীর। আইপিএলের প্রথম তিন আসরে দিল্লির হয়ে খেলেছেন তিনি। পরের সাতবারই খেলেছেন কলকাতার জার্সিতে। ভারতের সাবেক এই অধিনায়ক কলকাতাকে (কেকেআর) দুইবার শিরোপা জিতিয়েছেন। দলকে তিনবার প্লে-অফে তুলেছেন।

বিজ্ঞাপন

কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ গম্ভীরকে ধরে রাখতে চায় কিনা সেই প্রসঙ্গে কিছু জানায়নি। কদিন আগে গম্ভীর জানান, ‘আমি অবাক হচ্ছি যে, কেকেআর-এর ম্যানেজমেন্ট-এর কেউই এখনও আমার সঙ্গে আলোচনা করেনি। কেকেআরে আমার ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। রঞ্জি ফাইনালের পর হয়তো সবকিছু চূড়ান্ত হতে পারে। তবে আমি যেকোনো দলের হয়েই খেলতে প্রস্তুত।’

কলকাতার জার্সি ছেড়ে আবারো কি দিল্লির জার্সিতে দেখা যাবে গম্ভীরকে-এমন প্রশ্ন উঠে যাচ্ছে। এখনও চূডা়ন্ত সিদ্ধান্ত না নিলেও গম্ভীর জানান, ‘নাইট রাইডার্সে আমি অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি। কেকেআরকে অন্য উচ্চতায় নিয়ে যেতে যা যা করণীয় সেটাই করেছি। ভবিষ্যতে যদি কখনও দল পরিবর্তন করতে হয়, ভালো মুহূর্তগুলো নিয়েই বিদায় নেব। আর পেশাদার ক্রিকেটার হিসেবে দল পাল্টানো ভুলের কিছু না, খেলার খিদেটাই সবসময় আসল। এটাই আমাকে মোটিভেট করে।’

এদিকে, কোচ ক্যালিস জানালেন ভিন্ন কথা। তিনি বলেছেন, ‘আমি এখনও গম্ভীরের না থাকার ব্যাপারে কোনো কথা শুনিনি। দয়া করে নিলাম শেষ না হওয়া পর্যন্ত কিছু বলবেন না। আপনারা অপেক্ষা করুন। আমাদের হাতে আরও সময় আছে। আমরা কাকে রেখে দেব আর কাকে ছেড়ে দেব, সেটা এখনই বলার উপযুক্ত সময় নয়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন