বিজ্ঞাপন

নিউক্লিয়ার বোমার সুইচ আমার টেবিলে : কিম জং-উন

January 1, 2018 | 2:55 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

পারমাণবিক বোমার সুইচ সবসময় আমার টেবিলে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণার সুযোগই পাবে না, বলে জানিয়েছেন উত্তর কোরিয়ান নেতা কিম জং-উন।

নিউ ইয়ার উপলক্ষে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি আরও বলেন, পুরো যুক্তরাষ্ট্র তার পারমাণবিক বোমার আওতায় রয়েছে। এটা কোন হুমকি নয়, বাস্তবতা।

কিম জং-উনের ভাষণে দুই কোরিয়ার শান্তি প্রস্তাবের কিছু আভাস দেয়া হয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা আলোচনার দ্বার উন্মুক্ত রেখেছি।’

বিজ্ঞাপন

এ ছাড়া আগামী শীতকালীন অলিম্পিকে দক্ষিণ কোরিয়াতে তারা একটি দল পাঠাবে বলেও ঘোষণা দেন।

উত্তর কোরিয়ার এ হুমকির ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বিষয়টি আমরা দেখবো।’

উল্লেখ্য উত্তর কোরিয়া গত বছরে কয়েকবার পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর কারণে আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক অবরোধের শিকার হয়েছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া দেশটি এখন নিজের শক্তিবৃদ্ধির জন্য গত বছরে ছয়টি ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করে।

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক ধরণের যুদ্ধাবস্থা বিরাজ করছে জানিয়ে তিনি বলেন, আগামী বছরে দুদেশের পরিস্থিতি কিছুটা শিথিল হবে পারে।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন