বিজ্ঞাপন

দোকানের সামনে লেগুনা রাখায় চালককে পিটিয়ে হত্যা

September 18, 2018 | 12:54 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

আশুলিয়া : সাভারের আশুলিয়ায় গাড়ী পার্কিংকে কেন্দ্র করে এক লেগুনা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত লেগুনা চালকের নাম আসলাম (৪৫)। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকার রশিদ পাঠানের ছেলে। আশুলিয়ার নিরিবিল এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে বাস করতেন আসলাম।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, আশুলিয়ার নিরিবিলি এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে চালক আসলাম প্রতিদিন তার লেগুনা রেখে বাড়ি যান। তবে গত শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স জুয়েল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামের একটি রডের দোকানে সামনে গাড়ী রাখেন। এতে পরদিন সকালে ওই দোকানের মালামাল বের করতে সমস্যা হয়।

আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল করিম দীপু জানান, এই ঘটনার জের ধরে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে আসলামকে ডেকে আনেন দোকানটির মালিক জাকির হোসেন। সেদিনের লেগুনা রাখান ঘটনা নিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে রড দিয়ে আসলামকে পেটান জাকির। গুরুতর আহত আসলামকে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এই ঘটনার পরে পালিয়েছেন অভিযুক্ত জাকির হোসেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

 

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন