বিজ্ঞাপন

ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডে হারলো বাংলাদেশ

January 3, 2018 | 12:56 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

আগামী ১৩ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সাইফ-আফিফদের যুব বিশ্বকাপ মিশন। এর আগে নিজেদের ঝালাই করে নিতে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে, হার দিয়ে শুরু করেছে জুনিয়র টাইগাররা। ওটাগো একাদশের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা।

এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামা হয়নি বাংলাদেশের। বৃষ্টিতে ভেসে যায় ১ জানুয়ারির ম্যাচটি।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের ডানেডিনের ওভাল ইউনিভার্সিটির মাঠে নামে বাংলাদেশের কিশোররা। টস জিতে আগে ব্যাট করা করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান। আগে ব্যাট করতে নেমে ৪০.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭০ রান তোলে বাংলাদেশ। জবাবে ৩৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে ওটাগো একাদশ।

বিজ্ঞাপন

ওপেনার নাঈম শেখ মাত্র ২ রানে আউট হন। বাংলাদেশের অধিনায়ক সাইফ হাসান ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান আসে আফিফের ব্যাট থেকে। এছাড়া আমিনুল ইসলাম ২২, ওপেনার পিনাক ঘোষ ১৪ রান করেন। ওটাগো একাদশের পেসার ভিলজোয়েন ৩১ রান খরচায় তুলে নেন পাঁচ উইকেট। এছাড়া মসটেরট নিয়েছেন দুটি উইকেট।

জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওটাগোর ওপেনার ক্রাউডিস সর্বোচ্চ ৭৩ রান করে রানআউটের শিকার হন। আরেক ওপেনার হামিশ রাদারফোর্ড করেন ৪৪ রান। ভিসাভান্দিয়া ৩০ রানে অপরাজিত থাকেন। বল হাতে বাংলাদেশের হয়ে রবিউল হক ৩টি উইকেট নিয়েছেন।

আগামী ৫ জানুয়ারি ওটাগো একাদশের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ। এরপর ৬ জানুয়ারি ডানেডিন থেকে সাইফরা ফিরবে ক্রাইস্টচার্চে। সেখানে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলে মূল লড়াইয়ে নামবে লাল-সবুজের জার্সিধারীরা।

বিজ্ঞাপন

যুব বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে; সেখানে তাদের প্রতিপক্ষ নামিবিয়া, কানাডা ও ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফ ওভালে ১৩ জানুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে আফিফরা। একই ভেন্যুতে ১৫ জানুয়ারি কানাডার মুখোমুখি হবে বাংলাদেশ। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ১৮ জানুয়ারি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন