বিজ্ঞাপন

টেস্টে রোহিত নেই, অবাক সৌরভ-হরভজন

October 2, 2018 | 12:28 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে ভারত। তবে এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের পরও ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পাননি ডানহাতি ব্যাটসম্যান রোহিত শর্মা। তার স্কোয়াডে জায়গা না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন ভারতের সাবেক দুই ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ও হরভজন সিং।

এশিয়া কাপে রোহিত শর্মার নেতৃত্বে শিরোপা জিতেছে ভারত। এই সিরিজে ২টি অর্ধশতক ও একটি শতক আছে রোহিতের। তবে এর আগে আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টে ১০, ১১, ১০ এবং ৪৭ রানের ইংনিস খেলেন রোহিত। এমন পারফরম্যান্সের কারণে শেষ ম্যাচ জায়গা হয়নি তার।

জাতীয় দলের জার্সিতে ২০১৩ সালে টেস্ট অভিষেক হয় রোহিতের। সবমিলিয়ে ২৫ টেস্টে ৩টি শতক ও ৯টি অর্ধশতকসহ রোহিতের আছে ১ হাজার ৪৭৯ রান।

বিজ্ঞাপন

৪ অক্টোবর (বৃহস্পতিবার) শুরু হবে উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজ। এই সিরিজে ১৫ জনের দলে জায়গা হয়নি রোহিত। রোহিতের দলে না থাকায় অবাক হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও সাবেক স্পিনার হরভজন সিং।

ভারতের টেস্ট স্কোয়াড ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেন সৌরভ। সেখানে তিনি লেখেন, ‘রোহিত এবং দলের দারুণ জয় ছিল। তুমি অন্যদের চেয়ে আলাদা রোহিত। তবে টেস্ট দলে তোমার নাম খুঁজে না পেলে অবাক হই, সেই দিন বেশি দূরে নয়।’

টুইটারে পোস্ট করে হরভজন সিং লেখেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে রোহিত নেই। নির্বাচকরা আসলে কি চিন্তা করেছে? কারো কাছে এর ব্যাখ্যা আছে? আমি বুঝতে পারছি না, আমাকে জানান।’

৪ অক্টোবর রাজকোটে প্রথম টেস্ট শুরুর পর দ্বিতীয় টেস্ট হায়দারাবাদে শুরু হবে ১২ অক্টোবর।

সারাবাংলা/এসএন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ডেমরায় সড়ক দুর্ঘটনায় নারী নিহততীব্র খরা ও অনাবৃষ্টিতে হাঁড়িভাঙ্গা আম চাষে বড় ক্ষতির শঙ্কাশেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের ইতিহাসের নতুন যাত্রামিয়ানমার থেকে এসেছে জি থ্রি রাইফেল-রকেট সেল, গ্রেফতার ৫গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনওসি-চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা তদন্তের নির্দেশশেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: নক্ষত্রের প্রজ্জ্বলনসম্পদের তথ্য গোপন, সাবেক পৌর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলাস্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন, ২২ বছর পর গ্রেফতার স্বামীশেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ সব খবর...
বিজ্ঞাপন