বিজ্ঞাপন

ঢাবি ক ইউনিটে ফল প্রকাশ, পাস করেছে ১০ হাজার

October 3, 2018 | 1:14 pm

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে  বিজ্ঞান অনুষদের অধীন ক ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ১৩.৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এই পরীক্ষায় এবার অংশ নিয়েচিল ৭৭ হাজার ৫৭২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ১০ হাজার ১১৭ জন। ক ইউনিটের অধীনে আসন রয়েছে এক হাজার ৭৫০টি।

বুধবার (৩ অক্টোবর) দুপুর ১ টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd জানা যাবে।

এছাড়া DU KA লিখে রোল নম্বর লিখে 16321 নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।

পাস করেছেন যে শিক্ষার্থীরা তারা আগামী ১৭ অক্টোবর হতে ৩১অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবেন। কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ৮ অক্টোবর থেকে হতে ১১ অক্টোবরের মধ্যে কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবরের  মধ্যে কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/এসএমএন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন