বিজ্ঞাপন

‘ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তান মরে যাবে না’

January 6, 2018 | 12:31 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক ছাপ ফেলেছে বাইশ গজে। অদূর ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের দ্বি-পাক্ষিক সিরিজের সম্ভাবনা উড়িয়ে দিলেন জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক এবং কোচ দেশটির ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছেন, ভারতের বিপক্ষে খেলার আশা ছেড়ে দেওয়া উচিৎ।

২০০৮ মুম্বই হামলার পর পর থেকে ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক টেস্ট সিরিজ খেলেনি। দুই দেশের সীমান্তে গুলি বিনিময়ের জের ধরে দ্বি-পাক্ষিক সিরিজ হয় না। একাধিকবার ভেস্তে গিয়েছে প্রস্তাবিত ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক সিরিজ। অদূর ভবিষ্যতেও সিরিজের সম্ভাবনা নেই সে কথা মনে করিয়ে দিলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক।

করাচিতে এক অনুষ্ঠানে মিয়াঁদাদ জানান, ‘ভারত যখন খেলতে চায় না, তখন ওদের দিকে তাকিয়ে থাকার কোনো মানে হয় না। ভারত না খেললে আমাদের ক্রিকেট মরে যাবে না। ভারতের কথা ভুলে আমাদের এগিয়ে যাওয়া উচিৎ। দ্বি-পাক্ষিক সিরিজের জন্য ভারতের কাছে বার বার ভিক্ষা চাওয়ার কোনো প্রয়োজন নেই।’

বিজ্ঞাপন

মিয়াঁদাদ আরও বলেন, ‘গত ১০ বছর ভারত আমাদের সঙ্গে খেলেনি। তাতে কি আমাদের ক্রিকেট শেষ হয়ে গিয়েছে? সেটা যে হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় তা প্রমাণ। পাকিস্তানে ক্রিকেট মরতে পারে না। ২০০৯ থেকে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট না হওয়ার পরও আমরা বেঁচে আছি।’

অদূর ভবিষ্যতে ভারতের বিপক্ষে খেলার কথা ভুলে গিয়ে তার পরিবর্তে অবকাঠামো উন্নয়নের দিকে নজর দিতে পিসিবিকে পরামর্শ দিয়েছেন মিয়াঁদাদ।

গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং ভারতের কথা ভুলে যেতে হবে। ২০০৯ সাল থেকে নিজ মাঠে খেলা না হলেও আমরা আন্তর্জাতিক ক্রিকেটে টিকে আছি। আমাদের এখন প্রধান কর্তব্য দেশের ক্রিকেটের অবকাঠামো উন্নয়নের দিকে নজর দেওয়া। এখন পিসিবি অর্থনৈতিকভাবে স্থিতিশীল। কিন্তু আইসিসি থেকে প্রাপ্ত অর্থব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা রাখতে হবে। প্রশাসনিক ব্যয় কমাতে হবে এবং উপদেষ্টা, পরামর্শক ও অতিরিক্ত কর্মী বাদ দিতে হবে। অতিরিক্ত কর্মকর্তা ছাড়াও বোর্ড ভালোভাবেই কাজ করতে পারবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন