বিজ্ঞাপন

‘মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই এগিয়ে যাবে সরকার’

December 16, 2018 | 3:31 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আওয়ামী লীগের জন্ম হয়েছিল দেশের জন্য কাজ করতে, মানুষের জন্য কাজ করতে। ১৯৭১ সালেও যুদ্ধ হয়েছিল বাঙালি ও বাংলাদেশকে রক্ষার জন্য। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশে রাজনীতি করছে আওয়ামী লীগ। সেই চেতনা নিয়েই সরকার ক্ষমতায় এসেছে এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই সামনের দিনগুলোতে এগিয়ে যাবে সরকার।

মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বিজিবির খেতাবপ্রাপ্ত ২ জন বীরশ্রেষ্ঠ, ৮ জন বীরউত্তম, ৩২ জন বীর বিক্রম ও ৭৭ জন বীর প্রতীকের পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার দুপুরে পিলখানার দরবার হলে শহীদদের পরিবারের সদস্যদের এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা পরিবারের হাতে উপহার সামগ্রী ও আর্থিক অনুদান তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও মুক্তিযুদ্ধ করেছি৷ মুক্তিযুদ্ধে বিজিবির (তৎকালীন ইপিআর) অনেক অবদান রয়েছে। যুদ্ধের আগে আমরা যখন ট্রেনিং নিই তখন এই বাহিনীরই একজন কর্মকর্তা আমাদের প্রশিক্ষণ দিয়েছিলেন।’

মন্ত্রী আরো বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর খেতাবপ্রাপ্ত ২ জন বীরশ্রেষ্ঠ, ৮ জন বীরউত্তম, ৩২ জন বীর বিক্রম ও ৭৭ জনসহ ৮১৭ জন শাহাদাত বরণ করেছেন। মহান বিজয় দিবসের এই লগ্নে আমি তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হয়ে কাজ করছে, কাজ করে যাবে।’

বিজ্ঞাপন

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এ সময় বিজিবির সকল পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও বিজিবির খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীরা উপস্থিত ছিলেন।

মহাপরিচালক বলেন, ‘গত কয়েক বছরে এসব মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ৩৬ জন সদস্যকে হজে পাঠানো হয়েছে। সন্তানদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে।’

এর আগে সকালে বিজয় দিবস উপলক্ষে পিলখানার ‘সীমান্ত গৌরব’ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিজিবি মহাপরিচালক। এ সময় বিজিবির একটি সুসজ্জিত দল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন।

সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন