বিজ্ঞাপন

টাইগারদের বিপক্ষে লঙ্কানদের সহ-অধিনায়ক লাকমল

January 13, 2018 | 2:20 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ত্রিদেশীয় সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ১৬ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। অধিনায়ক হিসেবে থাকছেন যথারীতি দিনেশ চান্দিমাল।

তবে, নতুন ডেপুটি পেয়েছেন চান্দিমাল। পেসার সুরঙ্গা লাকমলকে দেওয়া হয়েছে টেস্ট দলের সহ-অধিনায়কত্ব।

নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে এবারের বাংলাদেশ সফরই হবে শ্রীলঙ্কান দলের প্রথম সাদা পোশাকে মাঠে নামা। ওয়ানডের পর শ্রীলঙ্কার টেস্ট দলেও ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান কুশল মেন্ডিস। আরও ফিরেছেন দানুশকা গুনাথিলাকা, দুশমন্থ চামিরা ও লাহিরু কুমারা। দলে নতুন মুখ আকিলা ধনাঞ্জয়া। এদিকে, সবশেষ ভারত সফরের দল থেকে বাদ পড়েছেন লাহিরু থিরিমান্নে, সাদিরা সামারাবিক্রমা, দাসুন শানাকা ও বিশ্ব ফার্নান্দো।

বিজ্ঞাপন

বিয়ের পর দিন মাঠে নেমে ৫৪ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে কাঁপিয়ে দেওয়া ২৪ বছর বয়সী অফ স্পিনার ধনাঞ্জয়াকে সীমিত ওভারের ক্রিকেটের পারফরম্যান্স দলে রেখেছে।

বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ৩১ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।

টেস্টের শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), রোশেন সিলভা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমল (সহ-অধিনায়ক), দিলরুয়ান পেরেরা, দুশমন্থ চামিরা, লাকসান সান্দকান, আকিলা ধনাঞ্জয়া, লাহিরু গামাগে, লাহিরু কুমারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন