বিজ্ঞাপন

মিলঘাটে কেনা যাবে খোলা পাট

February 3, 2019 | 3:51 pm

।। সারাবাংলা ডেস্ক।।

বিজ্ঞাপন

ঢাকা: বেল পাটের পাশাপাশি এখন থেকে খোলা পাট ক্রয় করতে পারবে বাংলাদেশ পাটকল করপোরেশন বিজেএমসি’র আওতাধীন মিলগুলো।

রোববার (৩ ফেব্রুয়ারি) বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৩১ জানুয়ারি এক প্রজ্ঞাপনে বিজেএমসি এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিজেএমসি’র আওতাধীন মিলসমূহে পাটক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী খোলা (লুজ) পাট ক্রয়ের বিষয়ে সুপারিশ করা হয়। সিদ্ধান্তে বলা হয়, মিলঘাটে বেল পাট ক্রয়ের পাশাপাশি খোলা (লুজ) পাট ক্রয় করা যাবে। তবে কোনভাবেই এজেন্সি থেকে খোলা পাট পাঠানো যাবে না। মিলের আউটটার্ন রেজিস্ট্রারে পাটের শ্রেণিভিত্তিক শতকরা হার যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে।

বিজ্ঞাপন

পাটচাষি ও ক্ষুদ্র পাট ব্যবসায়িদের দীর্ঘ দিনের দাবির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ৭ আগস্ট ২০১৬ এ  বেল আকারে পাট ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন