বিজ্ঞাপন

ভাসানটেকে অগ্নিকাণ্ড : ডোবা থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

February 28, 2019 | 1:36 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর মিরপুরের ভাসানটেকে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এলাকার একটি ডোবা থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মানিকুজ্জামান মানিক।

উদ্ধার হওয়া দুই শিশু হলো, ওই বস্তির বাসিন্দা চুন্নু মিয়ার আড়াই বছরের ছেলে তন্ময় ও নূরে আলমের তিনমাস বয়সি মেয়ে ইয়াসমিন।

বিজ্ঞাপন

মানিকুজ্জামান সারাবাংলাকে বলেন, অগ্নিকাণ্ডের পর আঠারটি ইউনিটের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। পরে বাসিন্দারা অভিযোগ করেন তাদের শিশুরা নিখোঁজ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা সকাল থেকে উদ্ধার কাজ শুরু করেন। দুপুর ১২টা ১০ মিনিটে শিশু ইয়াসমিন ও ১২টা ১৭ মিনিটে শিশু তন্ময়ের মরদেহ উদ্ধার করা হয়।

আরও কোনও শিশু নিখোঁজ আছে কিনা সেটি দেখার জন্য উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরও পড়ুন: ভাসানটেকের আগুন নিয়ন্ত্রণে

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/এসএমএন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন