বিজ্ঞাপন

স্কুলে যাওয়া হলো না শিশু জ্যোতির

March 11, 2019 | 4:11 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায় সড়ক দুর্ঘটনায় জ্যেতি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মার্চ) সকালে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার সখিপুর দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা পিকআপটি আটকে এর চালক বাবুকে পুলিশের কাছে সোপর্দ করেন।

নিহত জ্যেতি দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও সখিপুর গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় জ্যোতি। স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা কালিগঞ্জগামী একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, শিশুটিকে চাপা দেওয়া পিকআপ ও তার চালক বাবুকে আটক করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন