বিজ্ঞাপন

বিকেএসপিতে মার্চেই কালবৈশাখী!

March 12, 2019 | 1:58 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

বৈশাখ মাস এখনো শুরু হয়নি। শুরু হতে আরো একমাসেরও বেশি সময় বাকি। কাজেই প্রলয়ী কালবৈশাখীর প্রশ্নও এখন উঠে না। কিন্তু বিকেএসপির তিন মাঠে মার্চের শুরুতেই যেন ঝড় বয়ে গেল। না, এই ঝড় প্রকৃতির সৃষ্ট নয়। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন প্রাইম ব্যাংক টপ অর্ডার আল আমিন হোসেন।

৯৯ বল থেকে খেলেছেন ১১১ রানের ইনিংস। যেখানে চারের মার ছিল ৮টি, আর ৬’র মার চারটি। ১১২.১২ স্ট্রাইক রেটে তিনি এ রান তুলেছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার চতুর্থ সেঞ্চুরি।

তার এই ঝড়ো সংগ্রহ ও সুদীপ চ্যাটার্জির ৫৭ রানে ভর করে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচে, নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

বিজ্ঞাপন

দোলেশ্বরের হয়ে বল হাতে আরাফাত সানি, ফরহাদ রেজা, সৈকত আলী ২টি করে এবং এনামুল হক জুনিয়র নিয়েছেন ১টি উইকেট।

জয়ের জন্য ৩০২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে ৯ রান।

সারাবাংলা/এমআরএফ।/এসএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন