বিজ্ঞাপন

ডিএমপি কমিশনারের দাবি মামলা হয়েছে, ওসি বললেন, ‘জানি না’

March 30, 2019 | 2:27 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে আগুনের ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া।

বিজ্ঞাপন

শনিবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর চকবাজার শাহী মসজিদের সামনে ‘ওয়ান ওয়ে ট্রাফিক সিস্টেম চালু ও মাদকের ক্যাম্পেইন’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ তথ্য জানান।

কমিশনার মামলার দাবি করলেও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী জানান, এফআর টাওয়ারে আগুনের ঘটনায় মামলা বিষয়ে তিনি কিছু জানেন না।

তবে বনানী থানার একজন উপপরিদর্শক শরীফুল ইসলাম বলেন, ‘পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্ততি চলছে।’

বিজ্ঞাপন

গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। এতে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আগুন লাগার পর ঘটনাস্থলে যান গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল ইসলাম। তিনি বলেন, ‘যারা বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা হবে। দায়ীদের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে।’

এদিকে শুক্রবার (২৯ মার্চ) আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, নিহত পরিবারের কেউ বাদী হয়ে মামলা করবেন কিনা পুলিশ তা খুঁজছে। যদি কেউ মামলা না করেন তবে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানান আইজিপি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

আরও পড়ুন

ফায়ার সার্ভিসের সুবিধায় ৪ জায়গায় রাখা হবে মরদেহ
তদন্ত রিপোর্ট অনুয়ায়ী কাজ না করায় ফের আগুন
হত্যাকাণ্ড হিসেবেই দায়ীদের বিরুদ্ধে মামলা: শ ম রেজাউল
এফআর টাওয়ার থেকে ২৫ লাশ উদ্ধার: গুলশান ডিসি
বুকের ভেতর আছে মস্তবড় কলিজা

বনানীর এফআর টাওয়ারে আগুন, প্রতি মুহূর্তের আপডেট
সিঁড়ি না পাঠালে মারা যাবো

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন