বিজ্ঞাপন

‘বড় দল হতে গেলে আরও কিছু দরকার’

January 24, 2018 | 3:14 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

হোটেলের লবিতে আয়েশি ভঙ্গিতে হেঁটে বেড়াচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। বাকিরাও সবাই নির্ভার, সবার মুখে একটা প্রশান্তির আবেশ। বাংলাদেশ দল যে একটা সুখী পরিবার, সেটা না বলেও দিলেও চলছে।

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে কে ভাবতে পেরেছিল, শ্রীলঙ্কার সঙ্গে শেষ ম্যাচের আগে কোনো অনুশীলনই করবে না দল! ফাইনাল নিশ্চিত হয়ে গেছে প্রথম দুই ম্যাচ পরেই, তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে নিজেদের শক্তিটাই আরেকটু জানান দিয়েছেন মাশরাফিরা। শ্রীলঙ্কার সঙ্গে আনুষ্ঠানিকতার শেষ ম্যাচের আগে ক্রিকেট থেকে দূরেই কাটালেন সবাই।

কোচ খালেদ মাহমুদ সুজন অবশ্য সংবাদমাধ্যমের সামনে এলেন। প্রথম তিন ম্যাচে যেভাবে দল খেলেছে, তাতে কোচ হিসেবে এর চেয়ে বেশি কিছু বোধ হয় আর চাইতে পারতেন না। তবে মাহমুদ এখনও দল নিয়ে সন্তুষ্ট নন, ‘আমি এখনও সন্তুষ্ট না। বড় দল হতে গেলে আরও কিছু দরকার, সেটা আমরা নিজেরাও জানি। আমরা এটা নিয়ে আলোচনাও করি। সামনে যখন অনেক পথ খোলা আছে সেখানে আমরা আরও নিখুঁত হতে চাই, আরও ভালো করতে চাই। ’

বিজ্ঞাপন

মিডল অর্ডার নিয়ে এখনো ঠিক তৃপ্ত নন কোচ, ‘গতকাল একটা সুযোগ ছিল মিডলঅর্ডার ব্যাটসম্যানদের প্রমাণ করার। সেটা হয়নি। বড় দলগুলো সেটাই করে। টপঅর্ডার ফেল করলে পরের ব্যাটসম্যানদের দায়িত্ব থাকে। যাই হোক, আমি এখনও বিশ্বাস করি এই দলে যারাই আছে তারা অনেক ভালো প্লেয়ার। গতকাল হয়নি আগামীকাল হবে। বড় দল হতে গেলে এগুলো ঠিক করতে হবে। সব জায়গা থেকে, যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারলে আমরা বড় দল হব।’

কিন্তু কালকের ম্যাচটা কি বাংলাদেশ আরেকটু বেশি পরীক্ষা নিরীক্ষার জন্য বেছে নেবে? মাহমুদের কথা থেকে আভাস পাওয়া গেল, সেরকম কিছু নাও হতে পারে, ‘টুর্নামেন্টে কোনো ম্যাচ হারতে চাই না, বড় কথা হলো এটাই। কালকের ম্যাচটা আমাদের কাছে ফাইনালের তোই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্যই গুরুত্বপূর্ণ। আর ফাইনাল তো অবশ্যই ফাইনাল।’

কোচ তাই জানিয়ে দিলেন, নির্ভার থাকার কোনো সুযোগ নেই দলের, ‘আমরা এখনো চ্যাম্পিয়ন হইনি। নির্ভার থাকার কোনো সুযোগই নেই আমি মনে করি। এরপর আমরা আর ব্রেক পাব না, গতকাল খেললাম আগামীকাল খেলব, আবার ২৭ তারিখ ফাইনাল। সুতরাং আজকে একটা ব্রেক দরকার ছিল টিমের। ক্রিকেট থেকে দূরে ছিলাম, তবে নির্ভার থাকার সুযোগ নেই।’

বিজ্ঞাপন

মাহমুদের কথাটা শ্রীলঙ্কার জন্য তাই সুসংবাদ নয় মোটেই!

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন