বিজ্ঞাপন

হবিগঞ্জে আগুনে ৪ দোকান পুড়ে ছাই

April 5, 2019 | 11:38 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজারে আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। তাৎক্ষণিক আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে এ আগুনের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গ্যানিংগঞ্জ বাজারের দক্ষিণ এলাকার ইদ্রিস আলীর লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে বানিয়াচং ও  হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন