বিজ্ঞাপন

বগুড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

April 15, 2019 | 2:53 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বগুড়া: বগুড়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহীনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৪ এপ্রিল) রাতে বগুড়ার নিশিন্দারার হাউজিং এস্টেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

একটি শরীরচর্চা কেন্দ্র থেকে বের হয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে বলে জানিয়েছে পুলিশ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, মাহবুব আলম শাহীন শরীরচর্চা কেন্দ্র থেকে বের হয়ে বাসায় ফিরছিলেন। এ সময় উপশহরের নিশিন্দারা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

গুরুতর জখম অবস্থায় বিএনপি নেতা শাহীনকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কর্তব্যরত একজন চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে মাহবুব আলম শাহীনের মৃত্যু হয়েছে।

বিএনপি নেতা মাহবুব আলম শাহীনের পরিবহন ব্যবসা রয়েছে। পরিবহন ব্যবসার কোনো বিরোধে তাকে হত্যা করা হয়েছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।

হত্যাকাণ্ডের সাথে রাজনৈতিক বা পারিবারিক কোনও সম্পৃক্ততা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

মাহবুব আলম শাহীনের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন